NOW READING:
পয়সা ছিল না বলে ৩ বছর শুধু ম্যাগি খেয়ে ছিলেন! এখন তিনিই দলের অধিনায়ক
February 17, 2025

পয়সা ছিল না বলে ৩ বছর শুধু ম্যাগি খেয়ে ছিলেন! এখন তিনিই দলের অধিনায়ক

পয়সা ছিল না বলে ৩ বছর শুধু ম্যাগি খেয়ে ছিলেন! এখন তিনিই দলের অধিনায়ক
Listen to this article


মুম্বই: অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরনোর দশা। ভাল খাবার পাবেন কোথা থেকে! অগত্যা পেট ভরাতে ভরসা ম্যাগি নুডলস। এমনকী, তিন বছর ধরে টানা ম্যাগি খেয়েই থাকতেন দুই ভাই। পরে দুজনই খেলেন মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians)। একজন তো এখন আইপিএলে (IPL) পাঁচবারের চ্যাম্পিয়ন দলের অধিনায়কও।

হার্দিক ও ক্রুণাল পাণ্ড্য। বঢোদরার দুই ভাইকে এক সময় ডাকাই হতো ম্যাগি ব্রাদার্স বলে। তাঁদের অজানা গল্প শুনিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের মালকিন নীতা অম্বানি। সঙ্গে শুনিয়েছেন যশপ্রীত বুমরার অজানা কাহিনিও।

তিন ক্রিকেটারেরই উত্থান মুম্বই ইন্ডিয়ান্সে খেলেই। পরে তিনজনই জাতীয় দলের হয়েও খেলেছেন। বুমরা তো নিজেকে তিন ফর্ম্যাটে বিশ্বের অন্যতম সেরা ফাস্টবোলার হিসাবে প্রতিষ্ঠা করেছেন।

বস্টনে এক অনুষ্ঠানে নীতা অম্বানি বলেছেন, ক্রিকেটার খোঁজার জন্য তিনি ঘরোয়া ক্রিকেটের মাঠে মাঠে ঘুরতেন। সেখানেই পাণ্ড্য ভাইদের খোঁজ পান। নীতা অম্বানির কথায়, ‘আইপিএলে আমাদের সকলেরই একটা নির্দিষ্ট অঙ্কের বাজেট থাকে। প্রত্যেক দলই একটা নির্দিষ্ট অঙ্কের অর্থ খরচ করতে পারে।  তাই প্রতিভা তুলে আনার জন্য বিশেষ পরিকল্পনা করতে হয়। আমার মনে আছে প্রতিভার সন্ধানে আমি ও আমার স্কাউটেরা প্রত্যেক রঞ্জি ম্যাচে যেতাম। ঘরোয়া ক্রিকেটের ম্যাচ দেখতে যেতাম। একদিন আমাদের স্কাউট দুটি ছেলেকে নিয়ে এল। শীর্ণকায় চেহারা। ওদের সঙ্গে কথা বললাম। আমাকে ওরা বলল, তিন বছর ম্যাগি ছাড়া কিছুই খায়নি। কারণ ওদের কাছে টাকা ছিল না।’

আরও পড়ুন: দৌড়ে পাঁচ ক্রিকেটার, শাহরুখের কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক কে?

নীতা অম্বানি আরও বলেছেন, ‘তবে ওদের দুজনের মধ্যে খেলা নিয়ে আবেগ, সাফল্যের খিদে আর ইচ্ছেশক্তি দেখে বুঝেছিলাম, ওরা কিছু করে দেখাতে চায়। ওই দুই ভাই ছিল হার্দিক ও ক্রুণাল পাণ্ড্য। ২০১৫ সালে ১০ হাজার মার্কিন ডলার দিয়ে হার্দিককে কিনেছিলাম নিলাম থেকে। আর আজ ও মুম্বই ইন্ডিয়ান্সের গর্বিত অধিনায়ক।’

নীতা অম্বানি যোগ করেছেন, ‘পরেরবার আমাদের স্কাউট আর একটা ছেলেকে নিয়ে এল। শরীরী ভাষাটা অদ্ভুত। স্কাউটেরা বলল, ওর বোলিং দেখুন। আণরা দেখলাম ও বলকে কথা বলাতে পারে। ছেলেটা ছিল বুমরা। বাকিটা ইতিহাস। গত বছর আমরা তিলক বর্মাকে নিয়েছি এখন যে ভারতীয় দলে খেলছে।’

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের একাদশ? চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই চমক?

 

আরও দেখুন



Source link