নয়াদিল্লি: তিনি প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। আইপিএলের একেবারে শুরু থেকে খেলছেন। কতই না চড়াই, উতরাইয়ের সাক্ষী থেকেছেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। কত নিয়ম বদল দেখেছেন। সাম্প্রতিক সময়ে আইপিএলও একাধিক বদলের সাক্ষী থেকেছে। এদের মধ্যে অন্যতম হল ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম। অনেকের মতেই এই বাড়তি খেলোয়াড়ের সুবাদেই আইপিএলের (IPL) ম্যাচে রানের পরিমাণও বেড়েছে। তবে মহেন্দ্র সিংহ ধোনি কিন্তু এই মতামতের সঙ্গে পুরোপুরি সহমত নন।
মাহির মতে হাই স্কোরিং ম্যাচগুলির প্রধান কারণ বর্তমানের পরিবেশ, পরিস্থিতি এবং ক্রিকেটারদের মানসিকতা। মাহির মতে ২০২৩ সালে আনা এই নিয়মের সত্যি বলতে কোনও প্রয়োজন ছিল না। আর এই নিয়ম তাঁকে সাহায্যও যেমন করে, তেমন তাঁর মুশকিলও বাড়িয়েছে। মাহি বলেন, ‘এই নিয়মটা যখন চালু হয়েছিল, তখন সত্যি বলতে আমার মনে হয়েছিল এটা অপ্রয়োজনীয়। এটা আমার সাহায্য যেমন করে, তেমন মুশকিলও বাড়ায়। আমি অবশ্য এখনও উইকেটকিপিংটা করি, তাই ইমপ্যাক্ট প্লেয়ার নই। ম্যাচে অংশগ্রহণ করতে হয়। অনেকের মতে এই নিয়মের ফলেই হাই স্কোরিং ম্য়াচ হচ্ছে। তবে এটা খেলোয়াড়দের মানসিকতার জন্য হয়েছে। একজন বাড়তি ব্যাটার থাকায় এই বড় বড় রানগুলি হচ্ছে না।’
তিনি যোগ করেন, ‘বাড়তি ব্যাটারের ফলে দলগুলির মানসিকতার যে বদল হয়েছে, সেটার জেরে এই রান উঠছে। সকলেই আরও আগ্রাসীভাবে ব্যাট করে। বদলটা আত্মবিশ্বাসে হয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেট তো এভাবেই বদলেছে।’
বর্তমানে আইপিএল বাদে আর কোনও প্রতিযোগিতামূলক খেলেন না ধোনি। আইপিএলের প্রতি ম্যাচেই ধোনিকে দেখতে আরও বেশি করে ভিড় উপচে পড়ে। তিনি মাঠে নামলেই গ্যালারি থেকে ভেসে আসে জয়ধ্বনি। তাঁর সমর্থকরা তাঁকে যতটা ভালবাসেন, ধোনিও কিন্তু তাঁদের ততটাই ভালবাসেন এবং তাঁদের কাছে বিশ্বজয়ী অধিনায়ক চিরকৃতজ্ঞও বটে।
‘আমি বরাবরই বলে এসেছি এটা আমার প্রতি সমর্থকদের ভালবাসা। শেষ যে কয়টা বছর খেলব, তাতে ওরা এর মাধ্যমে আমায় আমার কেরিয়ারের জন্য কৃতজ্ঞতা জানায়। কোনও খেলাধুলো খেললে সকলেই তো সমর্থকদের ভালবাসা, সমর্থন আশা করেন। ভারতীয় ক্রিকেট দলের সদস্য হওয়াটা বিরাট বড় বিষয়। আমি জাতীয় দলের হয়ে খেলি না, তাই তারপরে সবথেকে বড় বিষয় হল আইপিএল। সকলে সমর্থন করে, তাঁদের দলের বিরুদ্ধে ম্যাচ হলেও ভাল পারফর্ম করার প্রার্থনা করেন। এই অনুভূতিটাই অসাধারণ।’
আরও দেখুন