নয়াদিল্লি: সেই শুরু থেকে এখনও পর্যন্ত আইপিএলের সফলতম দলগুলির মধ্যে একেবারে শীর্ষে থাকবে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) নাম। আর সিএসকের সঙ্গে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) নাম একেবারে সমার্থক। হালে দুই বছর বাদে হলুদ ব্রিগেডকে নেতৃত্বই দিয়েছেন মাহি। তিনি মাঠে নামা মানেই সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস। তাঁকে এক ঝলক দেখার জন্য প্রতিটি সিএসকে ম্যাচে কতই জনগণ আসেন। তবে এই ধোনিকেন্দ্রিক উন্মাদনায় আখেরে সিএসকে ফ্র্যাঞ্চাইজিরই ক্ষতি হচ্ছে। এমন মতামত সিএসকেরই প্রাক্তনীর।
সিএসকের হয়ে খেতাবজয়ী আম্বাতি রায়াডুর (Ambati Rayudu) মতে চেন্নাইয়ের সমর্থকরা আগে মাহি-ভক্ত এবং এই বিষয়টি একেবারেই ফ্র্যাঞ্চাইজির জন্য অনুকূল নয়। ঘটনাটির সূত্রপাত সিএসকে বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ ঘিরে। সেই ম্যাচে ক্রিজের অপরপ্রান্তে মহেন্দ্র সিংহ ধোনি উপস্থিত থাকলেও রাচিন রবীন্দ্র ছক্কা মেরে ম্যাচ শেষ করেন। সিএসকে সমর্থকদের প্রিয় ‘থালা’কে ম্যাচ শেষ করতে দেখতে না পারার আক্ষেপ ও ক্ষোভের শিকার হন রাচিন রবীন্দ্র।
এই ঘটনার ভিত্তিতেই তিনি বলেন, ‘গোটা বিষয়টাই খুব আজব। আমার এই বিষয়টাকে খুব একটা ভাল বলে মনে হয় না। নবাগতদের সঙ্গে হলে তো বিষয়টা আরও চাপের। সকলে মাঠে আসেন, সমর্থন করেন। তবে ম্যাচ এগোলে বোঝা যায় যে ওঁরা আগে ধোনি অনুরাগী এবং তারপর সিএসকে সমর্থক। এটা সহজেই বোঝা যায়। সত্যি বলতে বছরের পর বছর ফ্র্যাঞ্চাইজিচটি তৈরিই হয়েছে এমনভাবে। ওঁর থালা নামটা একেবারেই যথাযথ এবং সিএসকেকে ওঁ সামনে থেকে নেতৃত্বও দিয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে চলে এসেছে যে সকলে ওঁ সিএসকের হয়ে কী করেছে, সেই নিয়েই চিন্তিত।’
তিনি আরও যোগ করেন, ‘এই বিষয়টা বহুদিন ধরেই চলে আসছে এবং অনেক খেলোয়াড়রাও এই বিষয়টা অনুভব করেছেন। এই নিয়ে কেউই কোনদিন কিছু প্রকাশ্যে বলেননি। সকলেই আমরা এমএস ধোনিকে ভালবাসি। তবে ভিতর ভিতর এই বিষয়টা কাজ করে। অনেক সময় তো ব্যাট করতে নামার সময় মনে হয় যে ওঁরা (সমর্থকরা) চাইছেন যে আমরা যাতে আউট হই বা আশা করছেন যে আমরা যাতে আউট হয়ে যাই। কারণ ওঁরা ধোনিকে ব্য়াট করতে দেখতে চান। গোটা বিষয়টাই খুব আজব এবং আমার মতে এটা খেলার জন্য খুব একটা ভাল নয়। বাকি সকলেও তো খেলছেন, দলের হয়ে নিজের সেরা দিতে চাইছেন।’
আরও দেখুন