লখনউ: তিনি অস্ট্রেলিয়ার টি-২০ দলের অধিনায়ক। ব্যাটে-বলে দলের ভরসা। আইপিএলে (IPL 2025) লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) দলে রয়েছেন। যদিও চোটের কারণে প্রবল অনিশ্চিত ছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি। লখনউ সুপার জায়ান্টস কর্তৃপক্ষও তাঁকে নিয়ে উৎকণ্ঠায় ছিল।
অবশেষে আইপিএলে খেলার ছাড়পত্র পেলেন মিচেল মার্শ (Mitchell Marsh)। তাঁকে আইপিএলে খেলার ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হল। তবে শর্তসাপেক্ষে। শুধু ব্যাটার হিসাবে আইপিএলে খেলতে পারবেন মার্শ। তাঁর বোলিং করায় নিষেধাজ্ঞা রয়েছে। আগামী সপ্তাহের গোড়ার দিকে তাঁর ভারতে পৌঁছে যাওয়ার কথা।
পিঠের চোটে কাবু মার্শ। অস্ট্রেলিয়ার টি-২০ দলের অধিনায়ককে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) দেখা যায়নি চোটের জন্যই। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দল থেকেও ছিটতে গিয়েছিলেন ৩৩ বছর বয়সী অজি তারকা। তাঁর পিঠের নীচের অংশে ব্যথা ও অসাড় ভাবই ছিল নেপথ্যে। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের মরশুমের একটা বড় অংশে পাওয়া যায়নি মার্শকে। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ইংল্যান্ড সফরের সময় কোমরের ডিস্কে চোট পেয়েছিলেন মার্শ। সেই চোটই তাঁকে ভোগাচ্ছে বলে আশঙ্কা।
ফেব্রুয়ারি মাসের গোড়ায় একজন পিঠের বিশেষজ্ঞ চিকিৎসকে দেখান মার্শ। তারপর পরামর্শ মতো কিছুদিন বিশ্রাম নেন। সম্প্রতি ব্যাটিং শুরু করেছেন। এলএসজি-র জার্সিতে শুধু ব্যাটার হিসাবে তাঁকে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, আইপিএলে তাঁর নতুন দল লখনউ সুপার জায়ান্টস ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলাতে পারে তাঁকে। ১৮ মার্চ লখনউ শিবিরে যোগ দেওয়ার কথা মার্শের। সেখানে আর এক অস্ট্রেলীয় জাস্টিন ল্যাঙ্গারের প্রশিক্ষণে খেলবেন মার্শ।
আরও পড়ুন: আইপিএলের আগেই বিরাট সুখবর কেকেআর শিবিরে, ফিট দ্রুততম বোলার, চিন্তা বাড়ল প্রতিপক্ষদের!
৭ জানুয়ারি বিগ ব্যাশ লিগে পারথ স্কর্চাসের জার্সিতে শেষ ম্যাচ খেলেছিলেন মার্শ। তারপর থেকে আর তাঁকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি। বিবিএলেও পারথ স্কর্চার্সের শেষ দুই ম্যাচে খেলেননি। বর্ডার-গাওস্কর ট্রফির পঞ্চম টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছিল মার্শকে।
গত তিন আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলে খেলেছেন মার্শ। সেখানেও তাঁকে চোট আঘাত ভুগিয়েছে। গত বছরের আইপিএলের সময়ই হ্যামস্ট্রিংয়ে চোট পান মার্শ। মাত্র ৪ ম্যাচ খেলেই দেশে ফিরতে হয়। তারপর টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছঠিলেন।
এদিকে, মার্শের মতোই আইপিএলের আগে ফিট হয়ে যাওয়ার কথা প্যাট কামিন্স (Pat Cummins), মিচেল স্টার্ক (Mitchell Starc) ও জশ হ্যাজলউডেরও (Josh Hazlewood)।
আরও দেখুন
+ There are no comments
Add yours