লখনউ: রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলে বরাবরই দাপট দেখিয়েছে লখনউ সুপার জায়ান্টস (LSG vs MI)। ছয় ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছে লখনউ। ফের একবার মায়ানগরীর ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে জয়ের লক্ষ্যে মাঠে নামা লখনউ কিন্তু ব্যাট হাতে বেশ বড় রান খাড়া করল। সৌজন্যে দলের দুই ওপেনার মিচেল মার্শ (Mitchell Marsh) ও এডেন মারক্রাম (Aiden Markram)।
এই দুই তারকার দুরন্ত অর্ধশতরানে ভর করেই একানা স্টেডিয়ামে মাত্র দ্বিতীয়বার দু’শো রান তুলল কোনও দল। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ২০৩ রান তুলল লখনউ। হার্দিকদের (Hardik Pandya) জন্য জয়ের লক্ষ্যটা যে বেশ কঠিন, তা কিন্তু বলাই বাহুল্য।
Innings Break!#LSG set a target of 2️⃣0️⃣4️⃣ courtesy of half-centuries from Mitchell Marsh and Aiden Markram!
Will #MI register a consecutive win in #TATAIPL 2025?#LSGvMI pic.twitter.com/JrAG5JK1vn
— IndianPremierLeague (@IPL) April 4, 2025
তবে দু’শো রান উঠলেও হার্দিক পাণ্ড্য কিন্তু নজর কাড়লেন। নিজের আইপিএল কেরিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স করলেন হার্দিক। লখনউয়ের বিরুদ্ধে নিলেন পাঁচ উইকেট। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পল্টন অধিনায়ক হার্দিক। তবে ইনিংসের একেবারে শুরু থেকেই দুরন্ত আগ্রাসী মেজাজে ব্যাটিং করা শুরু করেন মার্শ। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ২৭ বলে নিজের অর্ধশতরান পূরণ করে ফেলেন অজ়ি তারকা। ৬০ রানে তাঁর ইনিংস অবশেষে থামান পুথুর।
এর পর পরই আরও দুই উইকেট হারায় লখনউ। নিকোলাস পুরান ও ঋষভ পন্থ, দুইজনেই ব্যর্থ হন। তাঁদের সংগ্রহ যথাক্রমে ১২ ও দুই রান। তবে অপরপ্রান্ত থেকে বড় শট খেলতে শুরু করেন মারক্রাম। নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দেন আয়ুষ বাদোনি। তবে অর্ধশতরানের পর আর খুব বেশিদূর এগোতে পারেননি মারক্রাম। তিনি ৫৩ রানে হার্দিকের বলেই সাজঘরে ফেরেন। বাদোনির সংগ্রহ ৩০ রান।
শেষের দিকে নেমে ‘কিলার মিলার’ বেশ কয়েকটি লম্বা লম্বা শট হাঁকান। তাঁর বড় বড় চার, ছক্কা লখনউকে দু’শো রানের গণ্ডি পার করতে সাহায্য করে। ইনিংসের শেষ ওভারে অবশ্য হার্দিকের বলেই তাঁকেও ২৭ রানে সাজঘরে ফিরতে হয়। তবে বোর্ডে কিন্তু লখনউ বেশ বড় রান তুলে ফেলেছে। মুম্বই ইন্ডিয়ান্সের সামনে এক বিরাট চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। এবার দেখার ম্যাচ শেষে কোন দল জয়ের হাসি হাসে।
আরও দেখুন