NOW READING:
ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরুখের দলের ব্যাটিং বিপর্যয়, মুম্বই ইন্ডিয়ান্সকে আটকাতে পারবে কেকেআর?
March 31, 2025

ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরুখের দলের ব্যাটিং বিপর্যয়, মুম্বই ইন্ডিয়ান্সকে আটকাতে পারবে কেকেআর?

ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরুখের দলের ব্যাটিং বিপর্যয়, মুম্বই ইন্ডিয়ান্সকে আটকাতে পারবে কেকেআর?
Listen to this article


মুম্বই: শাহরুখ খান (Shah Rukh Khan) এই ম্যাচকে বরাবর মর্যাদার লড়াই মনে করেন। এমনকী, কলকাতা নাইট রাইডার্সের ড্রেসিংরুমে গিয়ে তিনি একবার বলেই ফেলেছিলেন, যে শহর আমাকে বাদশা বলে ডাকে, তাদের অন্তত একবার হারাও। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এতই হতশ্রী রেকর্ড কলকাতা নাইট রাইডার্সের (MI vs KKR)।

যদিও গত আইপিএলে (IPL 2025) দুবারই মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল কেকেআর। এবারও ভাল জায়গায় নাইটরা। একে তারা গতবারের চ্যাম্পিয়ন। তার ওপর আগের ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে এসেছে। যেখানে মুম্বই ইন্ডিয়ান্স পরপর দু’ম্যাচে হেরেছে। প্রথমে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। তারপর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। দশ দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলে সকলের নীচে ছিল মুম্বই ইন্ডিয়ান্স।

ঘুরে দাঁড়ানোর জন্য কি আইপিএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ম্যাচকেই বেছে নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারেরা? ওয়াংখেড়ে স্টেডিয়ামে সোমবার টস জিতে কেকেআরকে প্রথমে ব্য়াটিং করতে পাঠালেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ১৬.২ ওভারে মাত্র ১১৬ রানে শেষ হয়ে গেল কেকেআর। ওয়াংখেড়ের বাইশ গজের বাড়তি গতি ও বাউন্স সামলাতেই পারলেন না কেকেআরের ব্যাটাররা।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক ম্যাচেই ৪ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন পাঞ্জাবের বাঁহাতি পেসার অশ্বনী কুমার। আইপিএলে অভিষেক ম্যাচ খেলতে নেমে এর আগে কোনও ভারতীয় ক্রিকেটার ৪ উইকেট নেননি। ২৪ রানে ৪ উইকেট নিলেন তিনি। 

১১৬ রানই এবারের আইপিএলে এখনও পর্যন্ত হওয়া ম্যাচগুলির মধ্যে সর্বনিম্ন স্কোর। কেকেআরের হয়ে বলার মতো স্কোর একমাত্র অঙ্গকৃষ রঘুবংশী ও রামনদীপ সিংহের। চার নম্বরে ব্যাট করতে নেমে ১৬ বলে ২৬ রান করলেন অঙ্গকৃষ। ৯ নম্বরে ব্যাট করতে নেমে ১২ বলে ২২ রান করলেন রামনদীপ।

 

অসুস্থতার জন্য রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আগের ম্যাচে খেলতে পারেননি সুনীল নারাইন। তাঁর পরিবর্তে খেলানো হয়েছিল মঈন আলিকে। সোমবার দলে ফিরেছেন নারাইন। মঈনকে বসিয়ে তাঁকে খেলানো হচ্ছে। যদিও ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ নারাইন। ০ রানে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড তিনি। আগের ম্যাচের নায়ক কুইন্টন ডি’ককও ফেরেন ১ রানে। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি কেকেআর।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বল হাতে ৪ উইকেট অশ্বনীর। ২ উইকেট দীপক চাহারে। ১টি করে উইকেট বোল্ট, হার্দিক পাণ্ড্য, ভিগনেশ পুথুর ও মিচেল স্যান্টনারের।

আরও দেখুন





Source link