NOW READING:
গত মরশুমে দুই সাক্ষাতেই জয় পেয়েছিল নাইটরা, তবে MI-KKR-র দ্বৈরথে কারা এগিয়ে? কোথায় দেখবেন খেলা?
March 30, 2025

গত মরশুমে দুই সাক্ষাতেই জয় পেয়েছিল নাইটরা, তবে MI-KKR-র দ্বৈরথে কারা এগিয়ে? কোথায় দেখবেন খেলা?

গত মরশুমে দুই সাক্ষাতেই জয় পেয়েছিল নাইটরা, তবে MI-KKR-র দ্বৈরথে কারা এগিয়ে? কোথায় দেখবেন খেলা?
Listen to this article


মুম্বই: আইপিএলের অষ্টাদশ সংস্করণ (IPL 2025) শুরু হয়েছ সপ্তাহখানেক আগে। রমরমিয়ে চলছে মেগা টুর্নামেন্ট। প্রতিনিয়তই একের পর এক ম্যাচ আয়োজিত হচ্ছে। টুর্নামেন্টের ১২তম ম্যাচে মুখোমুখি হবে টুর্নামেন্টের সফলতম ফ্র্যাঞ্চাইজিগুলির অন্যতম মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স (MI vs KKR)। 

দুই দলের ম্যাচ সংক্রান্ত না না খুঁটিনাটি জেনে নিন।

আইপিএলে আজকের ম্যাচে কারা মুখোমুখি হতে চলেছে?

আইপিএলের এ মরশুমে ১২তম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।

কোথায় খেলা হবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম কেকেআরের আইপিএলের ম্যাচটি?

মুম্বই ইন্ডিয়ান্স বনাম কেকেআরের ম্যাচটি পল্টনদের হোম গ্রাউন্ড ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত হবে।

কখন শুরু হবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম কেকেআরের আইপিএলের ম্যাচটি?

সোমবার, ৩১ মার্চ আইপিএলের এই ম্যাচ আয়োজিত হবে, খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ টায়। টস হবে তার আধ ঘণ্টা আগে সাতটায়।

কোথায় দেখবেন মুম্বই ইন্ডিয়ান্স বনাম কেকেআরের ম্যাচ?

মুম্বই ইন্ডিয়ান্স বনাম কেকেআরের ম্যাচটি টেলিভিশনে জিও স্টার নেটওয়ার্কে দেখা যাবে।

অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। দর্শকরা জিও হটস্টারে আইপিএলের এই ম্যাচটি দেখতে পারবেন।

হেড-টু-হেড

দুই দলের মুখোমুখি লড়াইয়ে কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সই সিংহভাগ সময়ে জয়ের হাসি হেসেছে। দুই দলের ৩৪টি ম্যাচে যেখানে মুম্বই ইন্ডিয়ান্স ২৩টি ম্যাচ জিতেছে, সেখানে কেকেআরের জয়ের সংখ্যা মাত্র ১১। তবে গত মরশুমে দুই দলের লড়াইয়ে ওয়াংখেড়েতে কিন্তু ১২ বছর পর জয়ের হাসি হেসেছিল কেকেআরই। এমনকী ঘরের মাঠেও জিতেছিল কেকেআর। সেই ম্যাচগুলি থেকে অনুপ্রেরণা নিয়ে ফের একবার পল্টন-বধের আশায় সোমবার মাঠে নামবেন রাহানে অ্যান্ড কো। 

আরও দেখুন



Source link