# Tags
#Blog

২০২৫ সালের আইপিএল মেগা নিলামের আগে সোশ্যাল মিডিয়ায় RCB-কে আনফলো, দল ছাড়ছেন ম্যাক্সওয়েল?

২০২৫ সালের আইপিএল মেগা নিলামের আগে সোশ্যাল মিডিয়ায় RCB-কে আনফলো, দল ছাড়ছেন ম্যাক্সওয়েল?
Listen to this article


নয়াদিল্লি: আইপিএল ২০২৫ (IPL 2025) সালের টুর্নামেন্ট শুরু হতে এখনও অনেকটা সময় বাকি। তবে পরের মরশুমের আগে যে মেগা নিলামের আয়োজন হবে, বহু আগেই জানিয়ে দিয়েছিলেন অরুণ ধুমাল। ইতিমধ্যেই রোহিত শর্মা, কেএল রাহুল, সূর্যকুমার যাদবদের মতো মহাতারকাদের দলবদল নিয়ে কানাঘুষো শুরু হয়ে গিয়েছে। দলবদল ঘটাতে পারেন এমন তারকাদের তালিকায় যোগ হল আরেক নাম। গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)।

জল্পনা অনুযায়ী, গ্লেন ম্যাক্সওয়েল নাকি তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দিয়েছেন। ম্যাক্সওয়েলের এই কর্মকাণ্ডের পরেই তিনি আরসিবি ছাড়তে পারেন, এমন জল্পনা কিন্তু শুরু হয়ে গিয়েছে। গ্লেন ম্যাক্সওয়েলকে ১৪.২৫ কোটি টাকার বিরাট মূল্যে ২০২১ সালের নিলামে দলে নিয়েছিল আরসিবি। পরের মরশুমে ১১ কোটি টাকায় তাঁকে রিটেন করা হয়। তার পরের মরশুমেও ওই সমপরিমাণ টাকাতেই তিনি আরসিবির প্রতিনিধিত্ব করেন।

তবে গত মরশুমে ‘বিগ শো’-র আইপিএল পারফরম্যান্সও কিন্তু একেবারেই ভাল ছিল না। তিনি ১০ ম্যাচে মাত্র  ৫২ রান করেছিলেন। অবশ্য তাছাড়া বাকি মরশুমগুলি দেখলে অজ়ি তারকার পারফরম্যান্স কিন্তু একেবারেই খারাপ নয়। এই ফ্র্যাঞ্চাইজিতে নিজের প্রথম মরশুমে ৫১৩ রান করেছিলেন ম্যাক্সওয়েল। পরের মরশুমে তাঁর ব্যাট থেকে আসে ৩০১ রান। ২০০৩ সালে ম্যাক্সওয়েল গোটা টুর্নামেন্টে আরসিবির জার্সিতে ৪০০ রান করেছিলেন। তবে চার মরশুম পর তিনি কি সত্যিই আরসিবি ছাড়বেন? সেটা সময়ই বলবে।

খবর অনুযায়ী শুধু ম্যাক্সওয়েল নয়, মেগা নিলামে হয়তো অধিনায়ক ফাফ ডু প্লেসিকেও ছেড়ে দিতে পারে আরসিবি। তাঁর বদলে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে, তাঁর হাতে নেতৃত্ব তুলে দিতে আগ্রহী বেঙ্গালুরু ম্যানেজমেন্ট। কে তিনি? তিনি কেএল রাহুল। জাতীয় দলের তারকা যিনি আবার কর্ণাটকের ভূমিপুত্রও বটে। তিনি অতীতে আরসিবির হয়ে খেলতেনও বটে। ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত আরসিবির প্রতিনিধিত্ব করেছেন রাহুল।

২০২২ সাল থেকে লখনউ সুপার জায়ান্টস তাদের পথ চলা শুরু করা থেকেই এই ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিচ্ছেন কে এল রাহুল। কিন্তু, ২০২৪ সালের আইপিএলে এলএসজি সপ্তম স্থানে শেষ করে। কর্নধার সঞ্জীব গোয়াঙ্কা প্রকাশ্যেই রাহুলকে তুলোধনাও করেন। এরপর থেকেই তাঁর দল ছাড়ার জল্পনা শুরু হয়। সেই জল্পনা সত্যি হলেও হতে পারে বলে একাধিক রিপোর্টের দাবি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: অধিনায়ক হিসাবে মহেন্দ্র সিংহ ধোনি নন, সিএসকের পছন্দ ছিল তারকা ভারতীয় ব্যাটার! 

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal