NOW READING:
এটাই কি শেষ আইপিএল ধোনির? জানিয়ে দিলেন তাঁর প্রাক্তন সতীর্থ
March 20, 2025

এটাই কি শেষ আইপিএল ধোনির? জানিয়ে দিলেন তাঁর প্রাক্তন সতীর্থ

এটাই কি শেষ আইপিএল ধোনির? জানিয়ে দিলেন তাঁর প্রাক্তন সতীর্থ
Listen to this article


চেন্নাই: আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) থেকে অবসর নেওয়ার পর থেকেই তাঁকে নিয়ে একটাই আলোচনা। প্রত্যেকবারই মনে হয় এবারই হয়ত শেষ। কিন্তু সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে তিনি ফের ফিরে আসেন। কথা হচ্ছে মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni) নিয়ে। ৪৩ পেরিয়েছেন। কিন্তু এখনও মাঠে নেমে একইরকম দৌড়াচ্ছেন। একইভাবে হেলিকপ্টার শট মারছেন। চেন্নাই সমর্থকদের নয়নের মণি তিনি। কিন্তু আর কতদিন। এবারই কি শেষ? প্রতিবারই এই প্রশ্নটা ওঠে। এবার সেই প্রশ্নের উত্তর দিলেন ধোনির জাতীয় দলের একসময়ের সমর্থক ও চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা রবিন উথাপ্পা। 

এক অনুষ্ঠানে রবিন উথাপ্পা বলেন, ”মাহিকে নিয়ে যতটা মনে হয়, এই মরশুমেও ওঁর ব্যাট থেকে বেশ কিছু নজরকাড়া পারফরম্য়ান্স দেখতে পারব। হয়ত ৭ বা ৮ নম্বরে ব্যাটিং করতে নামবে মাহি এবার। গত বছরও এমনটাই হ.য়েছিল। প্রতি ম্য়াচেই হয়ত সিএসকের ব্যাটিংয়ের শেষ ১২-২০ বল খেলতে দেখা যাবে মহেন্দ্র সিংহ ধােনিকে।”

 

আরও দেখুন



Source link