জয়পুর: রাজস্থানের বিরুদ্ধে শেষ ওভারে থ্রিলার জয়। পয়েন্ট টেবিলে প্রথম চারে জায়গা করে নিয়েছে লখনউ সুপারজায়ান্টস। কিন্তু ম্য়াচ লখনউ জিতলেও শনিবার একজনই ছিলেন আলোচনার কেন্দ্রে। তিনি বছর ১৪-র এক কিশোর। বৈভব সূর্যবংশী। দেশের ও বিদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বোলিং লাইন আপের সামনে যেভাবে নিজের প্রথম আইপিএল ম্য়াচ খেলতে নেমে লড়াই করেছেন বিহারের সমস্তিপুরের কিশোর। ওপেনিংয়ে নেমে ২০ বলে ৩৪ রানের ইনিংস খেলেছিলেন। স্টাম্পড আউট হয়ে মাঠ ছাড়ার সময় কেঁদে ফেলেছিলেন বৈভব। যা সোশ্য়াল মিডিয়ায় মূহূর্তেই ভাইরাল হয়।
বৈভব যখন লখনউ বোলারদের শাসন করছিলেন, তখন ভিআইপি স্ট্যান্ডে বসে সেই খেলা দেখছিলেন লখনউ মালিক সঞ্জীব গোয়েঙ্কাও। খেলা শেষে নিজেই এগিয়ে এসে কথা বললেন ১৪ বছরের কিশোরের সঙ্গে। বেশ কিছুক্ষণ হাসিঠাট্টা করতে দেখা যায় দুজনকে। পরে নিজের সোশ্য়াল মিডিয়ায় লখনউয়ের প্লেয়ারদের প্রশংসা করার মাঝে সূর্যবংশীর কথাও আলাদা করে উল্লেখ করেছেন গোয়েঙ্কা। তিনি লিখেছেন, ”বৈভব সূর্যবংশীর কথা আলাদা করে বলতেই হয়। কী অসাধারণ ব্যাটিং করল। ও ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ।”
That’s the spirit, fighting till the very end and never giving up. Congratulations @LucknowIPL on a hard-fought victory, and to @RishabhPant17 for believing till the last ball. Aiden Markram, Abdul Samad and Ayush Badoni were brilliant with the bat. @Avesh_6 was an absolute… pic.twitter.com/2oCWEoYxev
— Dr. Sanjiv Goenka (@DrSanjivGoenka) April 19, 2025
গত বছর নিলামে ৩০ লক্ষ টাকা বেস প্রাইস রেখেছিলেন বৈভব। সেখান থেকে ১ কোটি ১০ লক্ষ টাকায় তাঁকে দলে নেয় রাজস্থান রয়্যালস। আইপিএল অভিষেকে প্রথম বলেই ছক্কা হাঁকায় বৈভব। শার্দুল ঠাকুরের বলে। সব মিলিয়ে ২০ বলে ৩৪ রান। ২টি চার ও ৩টি ছক্কা। ১৭০ স্ট্রাইক রেটে ব্যাটিং করল বৈভব। অভিষেকেই সুপারহিট।
যদিও আউট হয়ে বেজায় হতাশ বৈভব। মাঠ ছেড়ে বেরনোর সময় কেঁদেই ফেলল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই সমবেদনা জানিয়েছেন বৈভবকে। পাশাপাশি তাঁকে মন খারাপ না করার পরামর্শ দিয়েছেন বেশিরভাগ ক্রিকেটপ্রেমী। বিশেষ করে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে যেভাবে সেয়ানে সেয়ানে টক্কর দিয়েছে বৈভব, তারিফ করার মতোই।
আরও পড়ুন: টস জিতলেন পাতিদার, প্রথমে ব্য়াটিং পাঞ্জাবের, আরসিবি একাদশে ১ পরিবর্তন
আরও দেখুন