লখনউ: দুই দলই নতুন মরশুমে নতুন উদ্যমে সাফল্যের লক্ষ্যে মাঠে নেমেছে। দুই দলেরই নেতৃত্বে নতুন অধিনায়ক। দুই অধিনায়কই আবার আইপিএল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ দুই ক্রিকেটার। কথা হচ্ছে লখনউ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংসের (Lucknow Super Giants vs Punjab Kings)। এবারের আইপিলের (IPL 2025) ১৩তম ম্য়াচে আজ এই দুই দলই একে অপরের মুখোমুখি হতে চলেছে।
ম্যাচ সংক্রান্ত না না খুঁটিনাটি বিষয়গুলি এক নজরে দেখে নেওয়া যাক।
আইপিএলে আজকের ম্যাচে কারা মুখোমুখি হতে চলেছে?
আজকে আইপিএলের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস (LSG vs PBKS)।
কোথায় খেলা হবে লখনউ বনাম পাঞ্জাবের আইপিএলের ম্যাচটি?
লখনউ বনাম পাঞ্জাবের আজকের ম্যাচটি লখনউয়ের হোম গ্রাউন্ড একানা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে।
কখন শুরু হবে লখনউ বনাম পাঞ্জাবের আইপিএলের ম্যাচটি?
আজ মঙ্গলবার, ১ এপ্রিল আইপিএলের এই ম্যাচ আয়োজিত হবে, খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ টায়। টস হবে তার আধ ঘণ্টা আগে সাতটায়।
কোথায় দেখবেন লখনউ বনাম পাঞ্জাবের ম্যাচ?
লখনউ বনাম পাঞ্জাবের ম্যাচটি টেলিভিশনে জিও স্টার নেটওয়ার্কে দেখা যাবে।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। দর্শকরা জিও স্টারে আইপিএলের এই ম্যাচটি দেখতে পারবেন।
হেড-টু-হেড
দুই দলের মুখোমুখি লড়াইয়ে কিন্তু এগিয়ে লখনউই। মোট চার ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে লখনউ ও পাঞ্জাব। এই চার ম্যাচের তিনটিতেই জয়ের হাসি হেসেছে লখনউ। একটি ম্যাচ জিতেছে পাঞ্জাব কিংস।
আরও দেখুন