NOW READING:
টস জিতলেন শ্রেয়স, লখনউয়ের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন পাঞ্জাব কিংস অধিনায়ক
April 1, 2025

টস জিতলেন শ্রেয়স, লখনউয়ের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন পাঞ্জাব কিংস অধিনায়ক

টস জিতলেন শ্রেয়স, লখনউয়ের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন পাঞ্জাব কিংস অধিনায়ক
Listen to this article



<p><strong>লখনউ:</strong> দুই দলই নতুন মরশুমে নতুন উদ্যমে সাফল্যের লক্ষ্যে মাঠে নেমেছে। দুই দলেরই নেতৃত্বে নতুন অধিনায়ক। দুই অধিনায়কই আবার আইপিএল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ দুই ক্রিকেটার। কথা হচ্ছে লখনউ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংসের (Lucknow Super Giants vs Punjab Kings)। এবারের আইপিলের (IPL 2025) ১৩তম ম্য়াচে আজ এই দুই দলই একে অপরের মুখোমুখি হতে চলেছে।&nbsp; &nbsp;</p>
<p>লখনউয়ের একানা স্টেডিয়ামে সচরাচর মন্থর গতির পিচই দেখা যায়। দু’শো রান এই পিচে তোলা একেবারেই সহজ নয়। মন্থর গতির পিচে স্পিন বোলাররা সাধারণত সাহায্য পেয়ে থাকেন। উপরন্তু, ইডেন বা ওয়াংখেড়ের মতো মাঠগুলির তুলনায় এখানকার বাউন্ডারির দৈর্ঘ্যও খানিকটা বেশি। সেই কারণে স্পিনাররা এই মাঠে বল করা উপভোগই করে থাকেন। দুই দলই কিন্তু বিশ্বমানের লেগ স্পিনার রয়েছেন। যুজবেন্দ্র চাহাল ও রবি বিষ্ণোই নিঃসন্দেহেই এই ম্যাচে প্রভাব ফেলতে মরিয়া হবেন।</p>
<p>তবে যে লড়াইয়ের দিকে সকলের নজর, তা হল&nbsp;<a title="শ্রেয়স আইয়ার" href="https://bengali.abplive.com/topic/shreyas-iyer" data-type="interlinkingkeywords">শ্রেয়স আইয়ার</a>&nbsp;(Shreyas Iyer) বনাম ঋষভ পন্থ (Rishabh Pant)। আইপিএলের দুই সবথেকে দামি ক্রিকেটার। একদা সতীর্থ শ্রেয়স ও পন্থের আইপিএল কেরিয়ার গ্রাফ কিন্তু ভিন্নমুখী। একদিকে শ্রেয়স অধিনায়ক হিসাবে গত মরশুমে&nbsp;<a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a>ের হয়ে&nbsp;<a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>&nbsp;জিতেছেন। এ মরশুমের প্রথম ম্যাচেও তাঁর ব্যাট থেকে এসেছে অপরাজিত ৯৭ রান। অপরদিকে, পন্থ অধিনায়ক হিসাবে তেমন বলার মতো এখনও কিছু করেননি। সাম্প্রতিক সময়ে তাঁর ব্যাটে রানও নেই। তাই তাঁর সামনে কিন্তু নিজেকে প্রমাণ করার এটা বড় সুযোগ। এবার দেখার ৪০ ওভারের লড়াই শেষে জয়ের হাসি কে হাসেন?&nbsp; &nbsp;</p>



Source link