NOW READING:
ইংরেজি জানেন না, দিতে হয়েছে জরিমানা, তবু নোটবুক সেলিব্রেশন ম্যাচের সেরা দিগ্বেশের
April 5, 2025

ইংরেজি জানেন না, দিতে হয়েছে জরিমানা, তবু নোটবুক সেলিব্রেশন ম্যাচের সেরা দিগ্বেশের

ইংরেজি জানেন না, দিতে হয়েছে জরিমানা, তবু নোটবুক সেলিব্রেশন ম্যাচের সেরা দিগ্বেশের
Listen to this article


লখনউ: তিনি ইতিমধ্যেই একবার আইপিএলে (IPL 2025) শিরোনামে উঠে এসেছিলেন। পাঞ্জাব কিংস ম্যাচে নোটবুক সেলিব্রেশন করে। পাঞ্জাব কিংসের ব্যাটার প্রিয়াংশ আর্যকে আউট করে এমন সেলিব্রেট করেন যে, লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটারের মোটা জরিমানা হয়েছিল!

তবু দিগ্বেশ রাঠি (Digvesh Rathi) দেখিয়ে দিলেন, সাফল্য উদযাপনে তিনি কোনও কার্পণ্য করবেন না। ফের নোটবুক সেলিব্রেশন করলেন লখনউ সুপার জায়ান্টসের লেগস্পিনার। এবার মুম্বই ইন্ডিয়ান্সের নমন ধীরকে ফিরিয়ে নোটবুক সেলিব্রেশন করলেন। ফের না জরিমানা দিতে হয় দিল্লির তরুণকে! যদিও শুক্রবারের সেলিব্রেশন খুব একটা আগ্রাসী ছিল না। 

কী এই নোটবুক সেলিব্রেশন? হইচই পড়ে গিয়েছে আইপিএলে। শিরোনামে লখনউ সুপার জায়ান্টসের বোলার দিগ্বেশ সিংহ রাঠি (Digvesh Singh Rathi)। মঙ্গলবার আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংস। সেই ম্যাচে পাঞ্জাব কিংস জেতে। তবে শিরোনামে উঠে আসেন দিগ্বেশ। পাঞ্জাব কিংসের ব্যাটার প্রিয়াংশ আর্যকে আউট করে নোটবুক সেলিব্রেশন করেন তিনি।

কী হয়েছিল? প্রিয়াংশকে আউট করে হাতের তালুতে প্রতিপক্ষ ব্যাটারের নাম লিখে রাখার মতো করে অঙ্গভঙ্গি করেন দিগ্বেশ। যেন নোটবুকে নাম লিখে রাখছেন। ব্যাপারটা ভাল চোখে দেখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। দিগ্বেশের মোটা জরিমানাও হয়েছে। তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে তাঁকে। সুনীল গাওস্করের মতো প্রাক্তনীও বেশ অসন্তুষ্ট। জানিয়েছেন, ম্যাচ হেরে যাওয়া দলের ক্রিকেটারের এরকম আচরণ দৃষ্টিকটূ।

দিগ্বেশকে নিয়ে ভারতীয় রেল থেকে একটি মিম তৈরি করা হয়েছিল। সেখানে দিগ্বেশ টিকিট পরীক্ষকের ভূমিকায়। আর প্রিয়াংশ যেন টিকিট না কেটে ট্রেনে ওঠা যাত্রী। ভারতীয় রেল লিখেছিল, ‘বিনা টিকিটে ভ্রমণ করবেন না। দায়িত্ববান টিকিট পরীক্ষক ধরলে কিন্তু জরিমানা দিতে হবে।’ সেই মিম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

শুক্রবার নমনকে ফিরিয়ে ফের সেই নোটবুকে নাম লিখে রাখার ভঙ্গিতে সেলিব্রেট করেন দিগ্বেশ। এদিন ম্যাচের সেরাও হয়েছেন লেগস্পিনার। ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করে এক উইকেট। তাঁর ২৪ বলেই মুম্বই ইন্ডিয়ান্সের রান তাড়া করে জয়ের স্বপ্ন ধাক্কা খায়।

দিগ্বেশ ইংরেজি জানেন না । ম্যাচের সেরার পুরস্কার নেওয়ার সময় সঞ্চালক ইয়ান বিশপ তাঁকে প্রশ্ন করলে তাঁর হয়ে দোভাষীর কাজ করেন লখনউ অধিনায়ক ঋষভ পন্থ ।

আরও দেখুন



Source link