লখনউ: দুই দলের দখলেই এবারের আইপিএলে (IPL 2025) এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে দুই পয়েন্ট রয়েছে। এমন পরিস্থিতিতে দুই দলের জন্যই আরেকটা পরাজয় মানে শুরুতেই বেশ খানিকটা পিছিয়ে যাওয়া। তবে মুম্বই ইন্ডিয়ান্স যেখানে নিজেদের গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে দুরমুশ করেছে, সেখানে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে এই ম্যাচে মাঠে নামছে লখনউ সুপার জায়ান্টস।
এই ম্যাচে বিশেষভাবে দুই দলের দুই মহাতারকার দিকে নজর থাকবে। একজন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় দলের নেতা রোহিত শর্মা (Rohit Sharma) এবং অপরজন হল আইপিএল ইতিহাসের সবথেকে দামি ক্রিকেটার তথা লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। দুই তারকাই রানের খরার মধ্যে দিয়ে যাচ্ছেন। রোহিত তিন ইনিংসে ২১ রান করেছেন। পন্থের সংগ্রহ আরও কম, তিন ইনিংসে মাত্র ১৭ রান। তাই এই দুই তারকার পারফরম্যান্সের দিকে বিশেষ নজর থাকবে। তবে ব্যাটার পন্থ নিজের ফর্ম নিয়ে উদ্বিগ্ন হলেও, পল্টনদের বিরুদ্ধে তাঁর দলের অতীত রেকর্ড দেখে খুশিই হবেন।
পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ছয় ম্যাচে মুখোমুখি হয়েছে লখনউ (LSG vs MI)। এই লড়াইয়ে কার্যত দাপটই দেখিয়েছে লখনউ। ছয়টির মধ্যে পাঁচটি ম্যাচই জিতেছে তারা। আজকের ভেন্যু একানা স্টেডিয়ামে তো তাঁরা অপ্রতিরোধ্য। একানা স্টেডিয়ামে দুই বারই মুম্বইকে হারিয়েছে লখনউ। আজ সেই জয়ের ধারা অব্যাহত থাকে কি না সেটাই দেখার। কোথায়, কখন দেখা যাবে এই ম্যাচ?
আইপিএলে আজকের ম্যাচে কারা মুখোমুখি হতে চলেছে?
আজকের আইপিএল ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স (LSG vs MI)।
কোথায় খেলা হবে লখনউ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএলের ম্যাচটি?
লখনউ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের আজকের ম্যাচটি লখনউয়ের হোম গ্রাউন্ড একানা স্টেডিয়ামে আয়োজিত হবে।
কখন শুরু হবে লখনউ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএলের ম্যাচটি?
আজ শুক্রবার, ৪ এপ্রিল আইপিএলের এই ম্যাচ আয়োজিত হবে, খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ টায়। টস হবে তার আধ ঘণ্টা আগে সাতটায়।
কোথায় দেখবেন লখনউ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ?
লখনউ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি টেলিভিশনে জিও স্টার নেটওয়ার্কে দেখা যাবে।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। দর্শকরা জিও হটস্টারে আইপিএলের এই ম্যাচটি দেখতে পারবেন।
আরও দেখুন