নয়াদিল্লি: লিগ তালিকায় এক দল চার নম্বরে, এক দল সাতে। এক দল নিজেদের ধারাবাহিক পারফরম্যান্সে নজর কেড়েছে, তো আরেক দলের পারফরম্যান্সে ধারাবাহিকতার লেশমাত্র নেই। তবে দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্সকে বর্তমানে মিলিয়ে দিচ্ছে তাদের ফর্ম। রাজধানীর ফ্র্যাঞ্চাইজি নিজেদের শেষ তিন ম্যাচের দুইটিতেই হেরেছে। আর গত বারের চ্যাম্পিয়ন কেকেআর নিজেদের শেষ তিন ম্যাচে জয়েরই মুখ দেখেনি। এমন পরিস্থিতিতে দুই দলই জয়ে ফিরতে মরিয়া।
প্লে-অফের দৌড়ে থাকা দিল্লি তুলনামূলক বেশি ভাল জায়গায় রয়েছে। জয়ে ফেরাটা মূল লক্ষ্য হলেও, একমাত্র বিকল্প নয়। তবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ ড্র হওয়ার পর কেকেআর চরম বিপাকে। প্লে-অফের স্থান পাকা করতে হলে নাইটদের পরবর্তী পাঁচ ম্যাচই জিততে হবে। এমন পরিস্থিতিতে এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার পূর্ণ সম্ভাবনা রয়েছে। কেকেআর কি নিজেদের ভাগ্য বদলাতে একাদশে কোনও বদল ঘটাবে? দিল্লির হয়ে কি কোনও বদল চোখে পড়বে?
দিল্লির হয়ে সবথেকে বড় প্রশ্নচিহ্ন যাকে নিয়ে তিনি টি নটরাজন। মিচেল স্টার্ক, মুকেশ কুমার, মোহিত শর্মাদের নিয়ে তৈরি দিল্লির ফাস্ট বোলিং আক্রমণ বেশ শক্তিশালী। তবে নিলামে যে নটরাজনকে ১০.৭৫ কোটি টাকার বিরাট মূল্যে কেনা হল, তাঁকে নয় ম্যাচ হয়ে গেলেও, একবারও সুযোগ দেয়নি রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। তাঁকে এই ম্যাচে সুযোগ দেওয়া হবে কি? প্লে-অফে নিজেদের স্থান পাকা করতে বদ্ধপরিকর দিল্লি এই পরিস্থিতিতে নিজেদের একাদশ নিয়ে কোনও বদল ঘটাবে কি না, সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
অপরদিকে, কেকেআর গত ম্যাচে রোভম্যান পাওয়েলকে অভিষেক ঘটানোর সুযোগ দিয়েছিল। তবে তিনি ম্যাচ ভেস্তে যাওয়ায় ব্যাটিংই করতে পারেননি। তাই তাঁকে আরেকটি সুযোগ দেওয়া হতে পারে। তবে অরুণ জেটলি স্টেডিয়ামের মন্থর গতির পিচে মঈন আলি বেশ কার্যকরী হয়ে উঠতে পারেন। তাই তাঁকে খেলিয়েও দেখা হতে পারে। তবে তাছাড়া বাকি দলে খুব বেশি বদলের সম্ভাবনা নেই বললেই চলে।
আরও দেখুন