মুল্লানপুর: আইপিএলে (IPL 2025) এখনও পর্যন্ত ধারাবাহিকতা দেখাতে পারেনি গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (PBKS vs KKR)। ছয় ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও টানা দুই ম্যাচ পর্যন্ত জিততে পারেনি নাইট শিবির। তবে দিনকয়েক আগে চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ চিপকে সম্ভবত এ মরশুমের সেরা পারফরম্যান্স করেছে নাইট শিবির। আজ পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে সেই একাদশে কি কোনও বদল ঘটাবে কেকেআর?
কেকেআর নিজেদের গত ম্যাচে সিএসকেকে মাত্র ১০৩ রানে বেঁধে রাখার পর ৫৯ বল বাকি থাকতে আট উইকেটে ম্যাচ জিতে নেয় কেকেআর। এই ম্যাচে নাইটদের জয়ের ভিত গড় দেন মঈন আলি। বৈভব আরোরার সঙ্গে যুগলবন্দিতে বোলিং ওপেন করে মঈন শুরু থেকেই সিএসকের ব্যাটারদের ওপর চাপ বজায় রাখেন। প্রথম সাফল্যও পান তিনি। চার ওভারে মাত্র ২০ রান খরচ করে ম্যাচে এক উইকেট নেন ইংলিশ অলরাউন্ডার। তাঁকে স্পেনসর জনসনের বদলে একাদশে সুযোগ দেওয়াতেই তিনি দলের হয়ে নজরকাড়া পারফর্ম করেন।
তবে মুল্লানপুরের পিচ ভিন্ন। এখানে স্পিনারদের খুব বেশি সহায়তা নেই। তুলনামূলক খানিকটা সাহায্য পান ফাস্ট বোলাররা। কেকেআরের দলে বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইন অবিচ্ছেদ্য অঙ্গ। তাই যদি কোনও স্পিনারকে বাদ পড়তে হয়, তাহলে সেটা মঈন আলিই হওয়ার সম্ভাবনা প্রবল। আর পঞ্জাব কিংসের বিরুদ্ধে সম্ভবত সেটাই হতে চলেছে। কিন্তু প্রশ্ন হল মঈনের বদলে কে?
কেকেআরের হয়ে এতদিন পর্যন্ত অজ়ি বাঁ-হাতি ফাস্ট বোলার স্পেনসার জনসন ম্যাচ খেলেছেন। তবে তিনি যে এখনও পর্যন্ত একেবারেই দাগ কাটতে ব্যর্থ তা বলাই বাহুল্য। তাঁর বদলে কেকেআরে অনরিক নোখিয়া রয়েছেন। তবে সমস্যা হল প্রোটিয়া তারকার ফিটনেস। সেই কারণেই তিনি এখনও মাঠে নামতে পারেননি। তাহলে কে সুযোগ পেতে পারেন? কেকেআরের সামনে কিন্তু সম্পূর্ণ ভারতীয় ফাস্ট বোলিং নিয়ে মাঠে নামার সুযোগ রয়েছে।
নিলামে উমরন মালিককে দলে নিয়েছিল কেকেআর। তিনি চোটে ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে চেতন সাকারিয়াকে পরিবর্ত হিসাবে নেওয়া হয়। বাঁ-হাতি ফাস্ট বোলার অতীতে আইপিএলে খেলে বেশ নজর কেড়েছেন। তিনি সুযোগ পান কি না, সেটাই দেখতে হবে। আর আন্দ্রে রাসেলের ফর্ম নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও, তাঁর কিন্তু দল থেকে বাদ পড়ার সম্ভাবনা কমই। তাই সম্ভবত এক বদল করেই হয়তো আজ মাঠে নামবে কেকেআর শিবির।
আরও দেখুন