NOW READING:
ফাস্টবোলারকে নিয়ে ধোঁয়াশা, যোগই দেননি শিবিরে, আইপিএলের আগেই বিব্রত কেকেআর!
March 12, 2025

ফাস্টবোলারকে নিয়ে ধোঁয়াশা, যোগই দেননি শিবিরে, আইপিএলের আগেই বিব্রত কেকেআর!

ফাস্টবোলারকে নিয়ে ধোঁয়াশা, যোগই দেননি শিবিরে, আইপিএলের আগেই বিব্রত কেকেআর!
Listen to this article


কলকাতা: তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে শেষ ম্যাচ খেলেছেন এক বছর আগে। গত বছরের ২৭ মার্চ আইপিএলের (IPL) সেই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এক ওভার বল করে ১৫ রান হজম করেছিলেন।

এবারের নিলাম থেকে ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। যাদের কাছে এবার মুকুট ধরে রাখার লড়াই। তবে উমরান মালিককে (Umran Malik) কেকেআর আদৌ পাবে কি না, পেলেও সেটা কবে থেকে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কেন?

এখনও চোটমুক্ত নন জম্মু ও কাশ্মীরের ডানহাতি ফাস্টবোলার। কোমরের চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি উমরান মালিক। নাইট শিবিরে এখনও যোগ দিতে পারেননি তিনি। কোমরের চোটের শুশ্রূষার জন্য আপাতত তিনি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। রিহ্যাব চলছে তরুণ ফাস্টবোলারের। এনসিএ সূত্রে খবর, ১৫ দিন আগে শেষ বার তাঁর কোমরের স্ক্যান করা হয়েছিল। রিপোর্ট সন্তোষজনক। তবে এখনও পর্যন্ত নাইট শিবিরে যোগ দেওয়ার ছাড়পত্র পাননি উমরান মালিক।

নিলামের টেবিল থেকে ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনেছিল শাহরুখ খান, জুহি চাওলার দল। আইপিএল জয়ী ফ্রাঞ্চাইজিতে যোগ দিয়েই হুঙ্কার দিয়েছিলেন উমরান। বলেছিলেন, ‘কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। কেকেআরের জার্সি গায়ে চাপানোর জন্য উত্তেজিত। আর তর সইছে না। ওরা গত বছরের চ্যাম্পিয়ন। আমি নিশ্চিত, এবছরও আরেকটা ট্রফি জিতবে। আমাকে সুযোগ দেওয়ার জন্য ওদের কাছে কৃতজ্ঞ।’

আরও পড়ুন: মাহভাশের সঙ্গে সম্পর্ক নিয়ে জল্পনা, বিচ্ছেদ-পর্বেই চাহালের সঙ্গে পুরনো ছবি ফেরালেন ধনশ্রী

উমরান আরও বলেছিলেন, ‘আশা করছি কেকেআরের হয়ে আমি অনেকগুলো ম্যাচ খেলার সুযোগ পাব। আমি ২০০ শতাংশ ফিট। এবার আপনারা আলাদা উমরান‌ মালিককে দেখবেন। শেষ করে দেব। আইপিএলে‌ ভাল খেলে, জাতীয় দলে ফিরতে চাই। এই লিগ প্রচুর ক্রিকেটারের জন্য আদর্শ মঞ্চ। আমি আইপিএলে কেকেআরের জার্সিতে নিজেকে উজাড় করে দেব। উইকেট নেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী। কেকেআরের হয়ে সেরাটা দিতে চাই। গতি আমাকে রোমাঞ্চিত করে। ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতি ছুঁতে পারব কি না জানি না। তবে ১৫০ কিলোমিটার গতিতেই অনেক উইকেট পাব।’

যদিও গত কয়েক বছরে চোটে জর্জরিত ফাস্টবোলার। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির এক প্রতিনিধি জানিয়েছেন, উমরান উন্নতি করেছেন। আগের চেয়ে এখন অনেকটাই ফিট। ১৫ দিন আগে ওর স্ক্যান হয়েছে। রিপোর্ট ভালই। কিন্তু এখনও ফিট সার্টিফিকেট দেওয়া হয়নি।

আরও পড়ুন: কবে অবসরের পরিকল্পনা রয়েছে রোহিত শর্মার? জানিয়ে দিলেন ছোটবেলার কোচ

 

আরও দেখুন



Source link