কলকাতা: তিনি বলিউডের বাদশাহ হিসাবে পরিচিত। পাশাপাশি অত্যন্ত সফল ফ্র্যাঞ্চাইজি নাইট রাইডার্সের অন্যতম কর্ণধারও তিনি। তাঁর নাম বা পরিচয় আলাদাভাবে দেওয়ার প্রয়োজন হয় না, তিনি শাহরুখ খান (Shah Rukh Khan)। সম্প্রতি তাঁর আইপিএল (IPL 2025) ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) পরাজয়ের পরেই শাহরুখের এক বার্তা সকলের হৃদয় জিতে নেয়, নজর কাড়ে।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২৩৯ রানের বিরাট লক্ষ্য় তাড়া করতে নেমে ঘরের মাঠে মাত্র চার রানে পরাজিত হয় কেকেআর। তবে দলের ওপর ক্ষুব্ধ বা হতাশ হওয়ার পরিবর্তে কেকেআর মালিক শাহরুখ দলের তারকাদের প্রশংসায় ভরান। কেকেআরের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দলের সিইও বেঙ্কি মাইসোরকে শাহরুখের দলের উদ্দেশে বিশেষ বার্তা পড়ে শোনাতে দেখা যায়। শাহরুখের মতে অনেক সময়ই নিজের সেরাটা দিয়েও জয় আসে না, লখনউয়ের বিরুদ্ধে কেকেআর তেমনই একটা দিনের সম্মুখীন হয়েছিল
শাহরুখ লেখেন, ‘এত কাছে এসেও পরাজয়টা নিঃসন্দেহেই খুব দুঃখের। তবে আজকের ম্যাচে প্রচুর ইতিবাচক দিকও ছিল। আমরা লড়াই করে বড় রান তুলতে সক্ষম হই। ব্যাটাররা নিজেদের সেরাটা দিয়েছে। তবে অনেক সময় আমাদের সেরাটাও যথেষ্ট হয় না এবং আজকের দিনটা তেমনই এক দিন ছিল। আমি বলব যে এই ম্যাচটা অতীত, ভুলে যাও। এর থেকে শিক্ষা নাও। আমরা জয়ের থেকে কেবল এক বল, একটা শট দূরে ছিলাম। শেষ অবধি আমরা লড়াই করে যাব। কোনওমতেই হাল ছাড়ব না।’
তিনি আরও যোগ করেন, ‘আজ আমরা হেরেছি ঠিকই, কিন্তু আমাদের হতাশ নয়, বরং গর্ব করা উচিত। পরের ম্যাচের জন্য প্রস্তুত হও। ভাল খেলছ। পরের ম্যাচের জন্য অনেক শুভেচ্ছা রইল। ক্রিকেট নিয়ে বেশি আলোচনা করার মানে হয় না, কারণ এমন এক পরাজয় থেকে নিজেদেরই বিচার, বিশ্লেষণ করে শিক্ষা নেওয়া উচিত। তাই এ নিয়ে বেশি চিন্তা না করে শান্ত থাক এবং এগিয়ে চল। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এমন ছোটখাট হতাশা দলকে আরও মজবুত করে তোলে।’
“Hold our head up, and face the next game” – SRK 💜💬 pic.twitter.com/5BJFDNNiBc
— KolkataKnightRiders (@KKRiders) April 9, 2025
পাশাপাশি শাহরুখ রিঙ্কুকেও এক গুরুদায়িত্ব দেন। তাঁর অবর্তমানে রিঙ্কুকেই দলকে মাতিয়ে রাখতে বলেন শাহরুখ। এমন এক হতাশাজনক হারের পরেও এই ইতিবাচক বার্তাই প্রমাণ করে দেয়, কেন শাহরুখকে নাইট তারকারা এত ভালবাসেন। কেন মালিক শাহরুখের প্রশংসা করেন সবাই।
আরও দেখুন