NOW READING:
ঘরোয়া ক্রিকেটে দারুণ সফল, আইপিএলের মঞ্চে কেকেআরের নতুন অধিনায়ক রাহানের রেকর্ড কেমন?
March 21, 2025

ঘরোয়া ক্রিকেটে দারুণ সফল, আইপিএলের মঞ্চে কেকেআরের নতুন অধিনায়ক রাহানের রেকর্ড কেমন?

ঘরোয়া ক্রিকেটে দারুণ সফল, আইপিএলের মঞ্চে কেকেআরের নতুন অধিনায়ক রাহানের রেকর্ড কেমন?
Listen to this article


নয়াদিল্লি: গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের চ্যাম্পিয়নশিপ উইনিং অধিনায়ক শ্রেয়স আইয়ারকে রিটেন না করায় প্রথমে অনেকেই চমকে গিয়েছিলেন। তবে তারপর থেকে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। শ্রেয়স পাঞ্জাব কিংসের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন। এবারের আইপিএলে (IPL 2025) কেকেআরের নেতৃত্বভার গিয়েছে অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) কাঁধে। আইপিএলে নাইটদের নতুন নেতার ক্যাপ্টেন্সি রেকর্ড কেমন? কী বলছে পরিসংখ্যান?

রাহানে অত্যন্ত অভিজ্ঞ ক্রিকেটার। মুম্বইয়ের রঞ্জিজয়ী অধিনায়ক হওয়ার পাশাপাশি অতীতে ভারতীয় দলকেও একাধিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাই অধিনায়কত্বের দায়িত্ব তাঁর কাছে নতুন কিছু নয়। এর আগে কিন্তু আইপিএলেও রাহানেকে ফ্র্যাঞ্চাইজিদের দিতে দেখা গিয়েছে। হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজিদের। রাহানে এক নয়, এর আগে দুই দুই আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েছেন। তবে তাঁর পরিখ্যান খুব আহামরি নয়, আবার একেবারে খারাপও নয়।

রাহানে যে ছয় ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন রাজস্থান রয়্যালসের হয়ে। সেই দলকে তিনি নেতৃত্ব দিয়েছেন। রাজস্থান নির্বাসিত হলে রাইজ়িং পুণে সুপার জায়ান্টসে যোগ দিয়ে সেই দলকেও নেতৃত্ব দেন রাহানে। ২০১৭ সাল থেকে ২০১৯ সালের মধ্যে দুই দলকে মোট ২৫টি ম্যাচে নেতৃত্বে দিয়েছেন। তাঁর নেতৃত্বাধীন দল নয়টি ম্যাচ জিতেছে এবং ১৬টি ম্যাচে পরাজিত হয়েছে। তবে অধিনায়ক রাহানের তত্ত্বাবধানে রাজস্থান ২০১৮ সালের মরশুমের প্লে-অফে পৌঁছেছিল। যদিও ফাইনালে তারা জায়গা পায়নি। পরের মরশুমেই কিন্তু রাজস্থানের শুরুটা খারাপ হওয়ার পর রাহানের থেকে নেতৃত্বভার কেড়ে নিয়ে স্টিভ স্মিথকে দেওয়া হয়।

অধিনায়ক রাহানের ব্যাটিংয়েও খুব বেশি রান পাননি। ২৫ ম্যাচে মাত্র ১২২ স্ট্রাইক রেট ও ২৫ গড়ে ৫৮৩ রান করেছেন। এই ২৫ ইনিংসে মাত্র দুইটি হাফসেঞ্চুরি এবং নয়টি ছয় এসেছে রাহানের ব্যাট থেকে। তাই রাহানের অতীতে পরিসংখ্যান যে নাইট অনুরাগীদের মনে সংশয় তৈরি করেছে বটে। তবে ডান হাতি ব্যাটার সাম্প্রতিক সময়ে খুব ভাল ফর্মে রয়েছন। ঘরোয়া বিশ ওভারের টুর্নামেন্ট, সৈয়দ মুস্তাক আলি ট্রফির ২০২৪-২৫ মরশুমে রাহানে আট ইনিংসে ৫৮.৬২ গড় ও ১৬৪.৫৬ স্ট্রাইক রেটে মোট ৪৬৯ রান করেছিলেন। এটাই এবারের টুর্নামেন্ট রানের নিরিখে সর্বোচ্চও বটে। তিনি সেই ফর্ম এবারের আইপিএলে দেখাতে পারেন কি সেইটা দেখার অপেক্ষায় রয়েছেন কেকেআর অনুরাগীরা।

আরও দেখুন



Source link