<p style="text-align: justify;"><strong>কলকাতা:</strong> গত মরশুমের <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a> চ্যাম্পিয়ন। এবার সমর্থকদের বাড়তি প্রত্যাশা থাকবেই দলের পারফরম্য়ান্স নিয়ে। যা শহরে পা রেখেই টের পেয়েছেন কেকেআরের নতুন অধিনায়ক অজিঙ্ক রাহানে। টিম হোটেলে ঢোকার মুখেই মঙ্গলবার অভ্যর্থনা জানানো হয় রাহানে, ডি কক, রমনদীপ, নোকিয়াদের। শহরে চলে এসেছেন কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতও। গত কয়েকটা মরশুম ধরে কেকেআর শিবিরের সদস্য তিনি। গত মরশুমে গৌতম গম্ভীরের উপস্থিতিতে কিছুটা আড়ালে চলে গিয়েছিলেন। এবার তিনিই হেডকোচ। দায়িত্বও বেড়েছে। শহরে পা রেখেই জানিয়ে দিলেন যে গত মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার পর দলের আত্মবিশ্বাস তুঙ্গে। যা এবারও তাদের কাজে আসবে। </p>
<p style="text-align: center;"><a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a> মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, ”চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অনেক দেশীয় ও আন্তর্জাতিক প্লেয়ার এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি। তাঁরা খুব তাড়াতাড়ি দলের সঙ্গে যোগ দেবে। তবে আমাদের আগামী মরশুমের জন্য অনুশীলন আগামীকাল বুধবার ১২ মার্চ থেকেই শুরু হয়ে যাবে। বিকেলে অনুশীলন শুরু হবে। গত মরশুমে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। আর এবার ঘরের মাঠে, চেনা পরিবেশে, চেনা সমর্থকদের সামনেই আমরা অভিযান শুরু করতে চলেছি। যা আমাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে নিঃসন্দেহে।”</p>
<p style="text-align: justify;"> </p>
Source link
বুধবার থেকেই অনুশীলন শুরু নাইটদের, শহরে পৌঁছেই সমর্থকদের কী বার্তা দিলেন কেকেআর কোচ?
