কলকাতা: ঘরের মাঠে লজ্জাজনক হার। গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের জন্য এবারের আইপিএল (IPL 2025) মরশুমটা একেবারেই ভাল কাটছে না। গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও (KKR vs GT) ছবিটা বদলাল না। প্রাক্তন নাইটদের দাপটেই ৩৯ রানে টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ হারল কেকেআর। শুরুতে শুভমন গিলের ৯০ রানের ইনিংসে ভর করে ১৯৮ রান তোলে। এরপর বোলিংয়ে প্রসিদ্ধ কৃষ্ণ ২৫ রানের বিনিময়ে দুই উইকেট নেন। এই নাইট প্রাক্তনীদের জুটিই কেকেআরের পরাজয় সুনিশ্চিত করে দেন।
ইনিংসের মাঝপথে গুজরাত ওপেনার, অর্ধশতরান হাঁকানো সাই সুদর্শন দাবি করেছিলেন আজকের পিচ শুরুতে বেশ কঠিন ছিল, ১৯৯ রান তাড়া করা সহজ হবে না। তবে ম্যাচ শেষে কিন্তু কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানেকে (Ajinkya Rahane) কিন্তু সম্পূর্ণ ভিন্ন কথা বলতে শোনা গেল। রাহানের মতে ১৯৯ রান তাড়া করা সম্ভব তো ছিলই, উপরন্তু তাঁর মতে তাঁর দল দারুণভাবে বোলিংয়ে প্রত্যাবর্তন ঘটায়।
ম্যাচ শেষে রাহানে বলেন, ‘আমার মনে হয় ১৯৯ রান তাড়া করে জয়টা সম্ভব ছিল এবং বল হাতে আমরা দারুণভাবে ম্যাচে ফিরেছিলাম। তবে ১৯৯ রান তাড়া করতে হলে তো শুরুটা ভাল করার প্রয়োজন এবং সেখানেই এ মরশুমের গোটাটা জুড়েই আমরা ব্যর্থ হয়েছি। বোলিং ভালই হয়েছে, সমস্যা ছিল ব্যাটিংয়ে। হ্যাঁ, খানিক মন্থর ছিল উইকেট, তবে দুইশোর নীচে ওদের আটকে রাখতে চেয়েছিলাম এবং তা পেরেছি। বড় রান তাড়া করতে নেমে শুরুটা ভাল দরকার এবং সেই বিষয়েই আমরা উন্নতি করতে চাই। বোলিং নিয়ে সত্যি বলতে আমরা কোনও অভিযোগ নেই। আমাদের যত দ্রুত সম্ভব ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।’
আট ম্যাচে পাঁচ হারে আপাতত লিগ তালিকায় সাত নম্বরে কেকেআর। প্লে-অফের পথ কঠিন হলেও অসম্ভব কিছু নয়। দলের এই পরিস্থিতি থেকে বের হতে সাহসিকতার সঙ্গেই খেলতে হবে বলে মেনে নিচ্ছেন রাহানে। ‘দলের সকলেই কঠিন পরিশ্রম করছে। অতীতের বিষয়ে বেশি ভেবে লাভ নেই। তবে ভুল থেকে শিক্ষা নেওয়া জরুরি। ব্যাটিংয়ে আমাদের সাহসিকতার সঙ্গে ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। আউট হওয়ার চিন্তা করলে তো সেটাই হবে। প্রয়োজন রান করার কথা ভাবা। আমি নিশ্চিত যে আমাদের ব্যাটাররা এমনটাই ভাবছে। এটা শুধু সময়ের অপেক্ষা। আমাদের দলে বিশেষ করে মিডল অর্ডারে দারুণ ব্যাটাররা রয়েছে এবং আমি সম্পূর্ণভাবে ওদের পাশে আছি।’ বলেন নাইট অধিনায়ক।
আরও দেখুন