<p>লখনউ: বলিউডের কোনও চিত্রনাট্যকার গল্প লিখলেও হয়তো এর থেকে ভাল লিখতে পারতেন না। যে মাঠে যে দলের কর্ণধারের তাঁকে অপমান করার ভিডিও এক সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, শিরোনাম কেড়ে নিয়েছিল, সেই মাঠেই সর্বকালীন ইতিহাস গড়লেন তিনি। তিনি কেএল রাহুল। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকেই এল জয়সূচক ছক্কাটি। অপরাজিত থেকে ম্যাচ জিতে মাঠ ছাড়লেন তিনি।</p>
<p>লখনউয়ের বিরুদ্ধে একানা স্টেডিয়ামে ৪২ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলেন কেএল রাহুল। এই ইনিংসের সুবাদেই তিনি আইপিএলে পাঁচ হাজার রানের গণ্ডি পার করে ফেললেন। আর সেটা করলেন বিরাট <a title="কোহলি" href="https://bengali.abplive.com/topic/virat-kohli" data-type="interlinkingkeywords">কোহলি</a>, ডেভিড ওয়ার্নারসহ সকল ক্রিকেটারদের থেকে কম সময়ে। মাত্র ১৩০ ইনিংসে পাঁচ হাজার <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a> রান পূরণ করলেন তিনি, যা সর্বকালীন রেকর্ড। </p>
Source link
প্রাক্তন দলের ঘরের মাঠে এক ইনিংসেই কোহলি, ওয়ার্নারদের পিছনে ফেলে সর্বকালীন ইতিহাস কেএল রাহুলের
