বেঙ্গালুরু: দিল্লি ক্যাপিটালস চলতি আইপিএল (IPL 2025) মরশুমের শুরুটা স্বপ্নের মতো শুরু করেছে বললে একেবারেই ভুল বলা হবে না। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB vs DC) পরাজিত করে নিজেদের ইতিহাসে প্রথমবার চার জয় দিয়ে মরশুম শুরু করল রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। আর দলের এই জয়ে মুখ্য ভূমিকা পালন করেন কেএল রাহুল (KL Rahul)। নিজের ঘরের মাঠে অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলেন তিনি।
দলের জয়ের পর অরাহুলোচিত ভঙ্গিমায় তা উদযাপন করেন দিল্লি ক্যাপিটালস তারকা। নিজের বুক ঠুকে মাটিতে ব্যাট মেরে যেন বুঝিয়ে দান এই মাঠ আমার। রাহুলের ব্যাট হাতে পরিপক্ক ইনিংস তো বিশ্বের সকল ক্রিকেটপ্রেমীর নজর স্বাভাবিক কারণেই কাড়ে, পাশাপাশি ম্যাচশেষে তাঁর এহেন সেলিব্রেশনও চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তবে শুধু সমর্থকদের মধ্যে নয়, মাঠে উপস্থিত ক্রিকেটারদেরও নজর কেড়ে নেয় রাহুলের এই উদযাপন।
ম্যাচ শেষে আরসিবির টিম ডেভিডকে প্রাক্তন আরসিবি অধিনায়ক তথা বর্তমান দিল্লি ক্যাপিটালস ব্যাটার ফাফ ডু প্লেসির সঙ্গে কথা বলতে দেখা যায়। সেই সময়ই ডেভিডকে রাহুলের সেই সেলিব্রেশনকে নকল করতে দেখা যায়। বলা বাহুল্য রাহুলের ব্যাটিংয়ের মতো তাঁর সেলিব্রেশনও বেশ আকর্ষকই ছিল।
Even Tim David was talking about KL Rahul’s cold celebration 🥶🔥#KLRahul #RCBvsDC pic.twitter.com/yMALJqTXnf
— Nitesh Sharma (@im_nitesh26) April 10, 2025
এই সেলিব্রেশনের মাধ্য়মে তিনি যে মাঠ তাঁর সেটাই বোঝাতে চেয়েছিলেন, সেটা জানিয়েও দেন। ম্যাচশেষে তিনি বলেন, ‘আমার ক্যাচ পরায় খানিকটা সৌভাগ্যবানই ছিলাম। এটা আমার মাঠ, আমার ঘর। বাকি সবার থেকে এই মাঠের বিষয়ে আমি বেশি ভালভাবে চিনি। এখানে খেলা দারুণ উপভোগ করেছি।’
রাহুল জানান তিনি আরসিবি ইনিংসে ২০ ওভার উইকেটের পিছনে সবটা পর্যবেক্ষণ করেছিলেন। সেই কারণেই পিচটা বুঝতে তাঁর আরও বেশি সুবিধা হয়েছে বলে মত তাঁর। ‘উইকেটটা খানিকটা কঠিনই ছিল। তবে উইকেটের পিছনে ২০ ওভার থাকাটা আমায় সাহায্য করেছে। পিচটা কেমন খেলছে, না খেলছে বুঝতে পেরেছি। সেখান থেকেই বুঝি যে বল খানিকটা থেমে আসছে। তবে সেটা গোটা ম্যাচ জুড়েই বজায় ছিল। আর আমি কী শট খেলতে পারি না পারি তা তো জানি। শুরুটা তাই ভাল করে তারপর সেখান থেকে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য়ে ছিলাম। বড় ছক্কা হাঁকাতে হল কোন দিকে, কী শট মারতে হবে সেটা জানতাম। কিপিং করায় বাকি ব্যাটাররা কেমন খেলছে, কী ভাবে আউট হচ্ছেস সেটা বুঝতে পারি।’ জানান রাহুল।
আরও দেখুন