<p><strong>সন্দীপ সরকার, কলকাতা: </strong>রেকর্ড বুক বলছে, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শেষ দশ সাক্ষাতে আটবার জিতেছে <a title="কলকাতা নাইট রাইডার্স" href="https://bengali.abplive.com/topic/kolkata-knight-riders" data-type="interlinkingkeywords">কলকাতা নাইট রাইডার্স</a> (KKR vs SRH)। শুধু গত আইপিএলের কথা ধরলে, তিনে তিন। জয়ের হ্যাটট্রিক করেছিল কেকেআর। লিগ পর্বে, কোয়ালিফায়ারে ও ফাইনালে – তিন-তিনবার নিজামের শহরকে ধরাশায়ী করেছিলেন নাইটরা।</p>
<p>অথচ এবারের <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে প্রথম তিন ম্যাচের দুটিতে হেরে এমন থরহরিকম্প নাইট শিবিরে যে, ইডেনে ঘুরে দাঁড়াতে মরিয়া শাহরুখ খান-জুহি চাওলার দল। আর সেই কারণে হায়দরাবাদের বিরুদ্ধে তিন স্পিনারে খেলার সিদ্ধান্ত নিল <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a>। <a title="সুনীল নারাইন" href="https://bengali.abplive.com/topic/sunil-narine" data-type="interlinkingkeywords">সুনীল নারাইন</a> ও বরুণ চক্রবর্তী তো ছিলেনই। তৃতীয় স্পিনার হিসাবে দলে এলেন মঈন আলি। পেসার স্পেনসার জনসনের পরিবর্তে। যে ইঙ্গিত আগেই দিয়েছিল এবিপি লাইভ বাংলা।</p>
Source link
টস জিতে কেকেআরকে প্রথমে ব্যাটিং করতে পাঠালেন কামিন্স, দলে বড় চমক নাইটদের
