NOW READING:
প্রতিশোধের আগুন নিয়ে কলকাতায় হাজির তরুণী, জবাব দিতে শাহরুখ কি থাকছেন?
April 3, 2025

প্রতিশোধের আগুন নিয়ে কলকাতায় হাজির তরুণী, জবাব দিতে শাহরুখ কি থাকছেন?

প্রতিশোধের আগুন নিয়ে কলকাতায় হাজির তরুণী, জবাব দিতে শাহরুখ কি থাকছেন?
Listen to this article


সন্দীপ সরকার, কলকাতা: ঠিক ১২ দিন আগের কথা। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) সেই মায়াবী সন্ধ্যা। মাঠের মধ্যে তৈরি অস্থায়ী মঞ্চে দুই ক্রিকেটারকে নিজের সুপারহিট সিনেমার জনপ্রিয় গানের তালে নাচাচ্ছেন শাহরুখ কিংগ খান (Shah Rukh Khan)। এক ক্রিকেটারের নাম রিঙ্কু সিংহ। আর একজন? বিরাট কিংহ কোহলি। এক কিংগের সঙ্গে আর কিংগের নাচ – আইপিএলের (IPL 2025) সেরা দৃশ্যগুলির মধ্যে একটি হয়ে থেকে যাবে।

২২ মার্চের সেই ম্যাচের পর ইডেনে ফের নামছে কলকাতা নাইট রাইডার্স। নিজের দলের ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করা কিংবা, প্রতিপক্ষ মহম্মদ শামি, প্যাট কামিন্সদের জাদু কি ঝাপ্পি দেওয়ার জন্য কি থাকছেন শাহরুখ?

সম্ভবত না। কেকেআর শিবিরের অন্দরমহলে খোঁজ নিয়ে জানা গেল, বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নাইটদের ম্যাচের জন্য কলকাতায় আসছেন না শাহরুখ। যদি না শেষ মুহূর্তে বাজিগরের পরিকল্পনায় কোনও রদবদল হয়। যার অর্থ, কেকেআরের হয়ে গলা ফাটানোর পাশাপাশি মাঠে গিয়ে যাঁরা শাহরুখকে এক ঝলক দেখার জন্য ইডেন গার্ডেন্সের বি ব্লকের বিখ্যাত ব্যালকনির দিকে হা পিত্যেশ করে চেয়ে থাকেন, তাঁদের হতাশ হতে হবে। আইপিএলের উদ্বোধনী রাত মাতিয়ে রাখলেও কেকেআরের দ্বিতীয় হোম ম্যাচ সম্ভবত বাদশা-হীন।

ম্যাচের তারকা জৌলুস কম থাকতে পারে, কিন্তু টক্করের তীব্রতা খুব একটা কমবে বলে মনে করছে না ওয়াকিবহাল মহল। কারণ, শাহরুখ না থাকলেও মাঠে দেখা যাবে প্রতিপক্ষ শিবিরের মেন্টরকে। যিনি শাহরুখের মতোই দলের জয়ে উৎসব করেন। দল হারলে শোকে মূহ্যমান হয়ে পড়েন।

তিনি, সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম মালকিন কাব্য মারান। দলের সঙ্গে এতটাই একাত্ম কাব্য যে, বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও কেউ কেড়ে নিক, চান না। চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের পরপর ২ ম্যাচে হারের পর সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছিলেন, এবারের টুর্নামেন্টের সবচেয়ে খারাপ দল এসআরএইচ। সেই মন্তব্য কাব্য এতটা গায়ে মেখে নিয়েছিলেন যে, সেই এক্স পোস্টটি নিজের হ্যান্ডল থেকে শেয়ার করেন। সঙ্গে চাঁচাছোলা ভাষায় লেখেন, ‘তাই নাকি? বাকি ম্যাচগুলিতে দেখা যাক।’

কোনও ক্রিকেটপ্রেমীর সমালোচনায় কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিক এমন প্রতিক্রিয়া দিচ্ছেন, বড় একটা দেখা যায় না। কাব্য অবশ্য যুদ্ধংদেহী। নাইটদের ডেরায় ম্যাচ জিতে উৎসব করতে চান। গতবারের ফাইনালে হারের তিক্ত স্মৃতি এত সহজে ভুলে যাওয়ার পাত্রী নন কাব্য। ইডেনেও থাকছেন তিনি।

শাহরুখের আস্তানায় প্রতিশোধের কাব্যরচনা কি বৃহস্পতিবারই?

আরও দেখুন



Source link