গুয়াহাটি: গত আইপিএলে তাঁর ব্যাট ঝলসে উঠেছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সেঞ্চুরি করে রাজস্থান বোলিংকে তছনছ করে দিয়েছিলেন। কিন্তু এবারের আইপিএলে সেই রাজস্থানের বিরুদ্ধেই খেলতে পারছেন না। বড় ধাক্কা খেল গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তিনি সুনীল নারাইন। বুধবার যিনি রাজস্থানের বিরুদ্ধে খেলতে পারছেন না।
বুধবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে টসের আগেই দেখা গিয়েছিল যে, মঈন আলির হাতে কেকেআরের ক্যাপ তুলে দেওয়া হচ্ছে। টসের পর জানা গেল, দলে কী পরিবর্তন করা হচ্ছে । নাইট নেতা অজিঙ্ক রাহানে জানিয়ে দিলেন, নারাইন সুস্থ নন । তাই তিনি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে পারছেন না । এমনকী, কেকেআরের ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকাতেও নেই নারাইনের নাম। তাঁর পরিবর্তেই ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলিকে দলে রেখেছে কেকেআর। নাইট জার্সিতে অভিষেক হচ্ছে তাঁর ।
রাজস্থানের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন রাহানে। মনে করা হচ্ছে, গুয়াহাটির শিশিরের কথা ভেবেই এই সিদ্ধান্ত। কারণ, যত রাত বাড়বে, তত বাড়বে শিশিরের পরিমাণ। রাতের দিকে বল গ্রিপ করতে গিয়ে সমস্যায় পড়বেন বোলাররা। তাই পরে বোলিং করার ঝুঁকি নিচ্ছে না কেকেআর শিবির।
Both teams all in readiness to get their 1st 𝗪 of the season. 🙌
Who will bag 2 crucial points in Guwahati tonight? 🤔
Updates ▶ https://t.co/lGpYvw7zTj#TATAIPL | #RRvKKR | @KKRiders | @rajasthanroyals pic.twitter.com/KZqXx2jQtu
— IndianPremierLeague (@IPL) March 26, 2025
রাহানে টসের পরে বলেন, ‘আমরা প্রথমে বল করব। পিচ খুব ভাল। প্রথমে বল করলে বুঝতে পারব পিচ কেমন। এখানে শিশির সমস্যা বিরাট বড়। আমাদের ইতিবাচক থাকতে হবে। এই ফর্ম্যাটটাই হল ভয়ডরহীন ক্রিকেট খেলার।’
কেকেআরের একাদশ: কুইন্টন ডি’কক (উইকেটকিপার), অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিংহ, মঈন আলি, আন্দ্রে রাসেল, রামনদীপ সিংহ, স্পেনসার জনসন, বৈভব অরোরা, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।
সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার: অনরিক নখিয়া, মণীশ পাণ্ডে, অঙ্গকৃষ রঘুবংশী, অনুকূল রায় ও লুভনিথ সিসোদিয়া।
রাজস্থানের একাদশ: যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, নীতীশ রানা, রিয়ান পরাগ (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), সিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জোফ্রা আর্চার, মাহিশ তিকশানা, তুষার দেশপাণ্ডে ও সন্দীপ শর্মা।
সম্ভাব্য ইমপ্যাক্ট প্লেয়ার: কুণাল সিংহ রাঠৌর, শুভম দুবে, আকাশ মাধওয়াল, কুমার কার্তিকেয় ও কেনা মাফাকা।
আরও দেখুন