NOW READING:
ইডেনে আচমকা কালবৈশাখী, উড়ে গেল কেকেআরের বোলিং, কঠিন লক্ষ্য নাইটদের
April 26, 2025

ইডেনে আচমকা কালবৈশাখী, উড়ে গেল কেকেআরের বোলিং, কঠিন লক্ষ্য নাইটদের

ইডেনে আচমকা কালবৈশাখী, উড়ে গেল কেকেআরের বোলিং, কঠিন লক্ষ্য নাইটদের
Listen to this article


সন্দীপ সরকার, কলকাতা: প্রতিশোধের ম্যাচ। মুখরক্ষার লড়াই। বেঁচে থাকার যুদ্ধ। ৯৫ রানে অল আউটের লজ্জা নিবারণের মঞ্চ।

পঞ্জাব কিংসের (KKR vs PBKS) ঘরের মাঠে ১১২ রান তাড়া করে ম্যাচ হারার পর নিজেদের ডেরায় কলকাতা নাইট রাইডার্সের সামনে ছিল জবাব দেওয়ার সুযোগ। সেই ম্যাচের দলে একাধিক চমক দিল কেকেআর। ৪ কোটি টাকা দিয়ে যে রামনদীপ সিংহকে রিটেন করেছিল নাইটরা, টানা ব্যর্থতার পর সেই রামনদীপকে বসিয়ে দেওয়া হল। শনিবার তাঁর পরিবর্তে কেকেআরের জার্সিতে অভিষেক হল বাঁহাতি পেসার চেতন সাকারিয়ার।

সঙ্গে বসিয়ে দেওয়া হল মঈন আলিকে। যে মঈন শুক্রবার সাংবাদিক বৈঠক করলেন। যা করে থাকেন নিয়মিত ক্রিকেটারেরা। মঈনকে বসিয়ে খেলানো হচ্ছে রোভম্যান পাওয়েলকে। রক্তাল্পতায় ভোগা লোয়ার মিডল অর্ডারের প্রাণ ফেরাতে।

তবু ঘরের মাঠে খুব একটা স্বস্তিতে রইল না কেকেআর। টস জিতে ইডেনে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। গত আইপিএল পর্যন্ত যে ইডেন ছিল তাঁর ঘরের মাঠ। এই মাঠের হাল হকিকত হাতের তালুর মতো চেনেন। প্রথমে ব্যাট করে রানের পাহাড়ে পঞ্জাব কিংস। ২০ ওভারে পঞ্জাব কিংস তুলল ২০১/৪।

মুল্লাপুরে ব্যাটিং বিপর্যয় হয়েছিল দুই দলেরই। কেকেআর ব্যাটারদের অভিশপ্ত রাতে শেষ হাসি হেসেছিল পঞ্জাব। ইডেনে অন্য ছবি। চার-ছক্কার ফোয়ারা। যদিও শুরুটা সাবধানে করেছিলেন পঞ্জাব কিংসের দুই ওপেনার – প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিংহ। পাওয়ার প্লে-র ৬ ওভারে স্কোর ছিল বিনা উইকেটে ৫৬ রান।

এরপরই ভয়ঙ্কর মূর্তি ধরলেন প্রিয়াংশ ও প্রভসিমরন। ৩৫ বলে ৬৯ রান করলেন প্রিয়াংশ। প্রভসিমরন অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেন। ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ৪৯ বলে করলেন ৮৩ রান। প্রলয়ের নমুনা কেমন ছিল? প্রথম ৩২ বলে ৩৪ রান করেছিলেন প্রভসিমরন। পরের ১৭ বলে করলেন ৪৯ রান! পঞ্জাবের দুই ওপেনার ১১.৫ ওভারে তুললেন ১২০ রান।

তবু শেষ দিকে কিছুটা ঘুরে দাঁড়াল কেকেআরের বোলিং। একটা সময় মনে হচ্ছিল ২২০ পেরিয়ে যাবে পঞ্জাব কিংস। শেষ পাঁচ ওভারে ৪০ রান উঠল। ১৬ বলে ২৫ রানে অপরাজিত রইলেন অধিনায়ক শ্রেয়স। ১২ রানে তাঁর ক্যাচ ফেলেন বৈভব অরোরা। আন্দ্রে রাসেলের বলে। সেই সুযোগ কাজে লাগিয়ে শেষ দিকে ঝড় তুললেন শ্রেয়স। তবে গ্লেন ম্যাক্সওয়েল (৮ বলে ৭ রান) ও মার্কো জানসেন (৭ বলে ৩ রান) ব্যর্থ হওয়ায় কেকেআর বোলিংয়ের কিছুটা মুখরক্ষা হয় ডেথ ওভারে।

আরও দেখুন



Source link