NOW READING:
কেকেআরকে প্রথমে ব্যাট করতে পাঠালেন হার্দিক, নারাইন খেলছেন? বড় আপডেট দিলেন রাহানে
March 31, 2025

কেকেআরকে প্রথমে ব্যাট করতে পাঠালেন হার্দিক, নারাইন খেলছেন? বড় আপডেট দিলেন রাহানে

কেকেআরকে প্রথমে ব্যাট করতে পাঠালেন হার্দিক, নারাইন খেলছেন? বড় আপডেট দিলেন রাহানে
Listen to this article


মুম্বই: কলকাতা নাইট রাইডার্সের (KKR vs MI) প্রথম একাদশে তিনি অটোমেটিক চয়েস। প্রথম একাদশ সাজাতে গিয়ে যদি চোখ বন্ধ করে কারও নাম লিখে ফেলতে হয় কেকেআরের কোচ কিংবা অধিনায়ককে, তবে সেটি তিনি। সুনীল নারাইন (Sunil Narine)।

অথচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআরের আগের ম্যাচে তাঁকে দলে না দেখে চমকে উঠেছিলেন কেকেআরের ভক্ত, অনুরাগীরা। টসের পর অধিনায়ক অজিঙ্ক রাহানে জানিয়েছিলেন, নারাইন অসুস্থ। তাই তাঁকে খেলানো হচ্ছে না। সেই ম্যাচে তাঁর পরিবর্তে দলে সুযোগ পেয়েছিলেন মঈন আলি। বল হাতে ইংরেজ ক্রিকেটার নজর কেড়ে নিয়েছিলেন। তাঁকে নারাইনের মতো ইনিংস ওপেন করতেও পাঠানো হয়েছিল। যদিও ব্যাট হাতে ব্যর্থ হন মঈন। তাঁকে প্রবল অস্বস্তিতে ফেলেছিলেন রাজস্থানের পেসার জোফ্রা আর্চার।

তারপর থেকেই যে প্রশ্নটা নাইট সমর্থকদের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, সেটা হল, নারাইন কি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবেন? যদিও ম্যাচের আগে নারাইনের প্র্যাক্টিসে নেমে পড়ার কথা জানিয়েছিল কেকেআর। তবু উৎকণ্ঠা যাচ্ছিল না।

 

শেষ পর্যন্ত নারাইন ফিরলেন কেকেআরের একাদশে। মঈন আলির পরিবর্তে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে অবশ্য খোলামেলা জানিয়ে দিলেন, টস জিতলে তিনিও প্রথমে ফিল্ডিং করে নিতে চাইতেন।

 

মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ: রায়ান রিকেলটন, উইল জ্যাকস (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য (অধিনায়ক), নমন ধীর, দীপক চাহার, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, অশ্বিনী কুমার ও ভিগনেশ পুথুর 

কলকাতা নাইট রাইডার্সের একাদশ: কুইন্টন ডি’কক (উইকেটকিপার), সুনীল নারাইন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, রামনদীপ সিংহ, স্পেনসার জনসন, বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা

আরও দেখুন





Source link