NOW READING:
মোদি-রাজ্যে জিতে দিদি-রাজ্যে পরীক্ষা শুভমনদের, ইডেনের পিচ নিয়ে ধোঁয়াশা রাখছে কেকেআর?
April 20, 2025

মোদি-রাজ্যে জিতে দিদি-রাজ্যে পরীক্ষা শুভমনদের, ইডেনের পিচ নিয়ে ধোঁয়াশা রাখছে কেকেআর?

মোদি-রাজ্যে জিতে দিদি-রাজ্যে পরীক্ষা শুভমনদের, ইডেনের পিচ নিয়ে ধোঁয়াশা রাখছে কেকেআর?
Listen to this article


সন্দীপ সরকার, কলকাতা: সাই সুদর্শন। যাঁকে অবিলম্বে ভারতীয় দলে ফেরানোর দাবি তুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তি।

শুভমন গিল (Shubman Gill)। ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি পরবর্তী অধ্যায়ে সবচেয়ে প্রতিশ্রুতিমান নাম।

জস বাটলার (Joss Buttler)। ইংল্যান্ডের টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক। টি-২০ ক্রিকেটে এরকম ধারাবাহিকতা বিশ্বে খুব বেশি ক্রিকেটারের নেই।

গুজরাত টাইটান্সের ত্রয়ী রবিবার দিদি-রাজ্যের রাজধানী কলকাতায় পা রাখছেন। শনিবার মোদি-রাজ্যের রাজধানী আমদাবাদে দিল্লি ক্যাপিটালসকে হেলায় হারিয়ে। ২০৪ রানের লক্ষ্য ৪ বল বাকি থাকতে মাত্র ২ উইকেট হারিয়ে এমন অবলীলায় তুলে নিয়েছে গুজরাত, যেন বিকেলে পার্কে বেড়ানোর মতো কাজ।

আপাতত এই ত্রয়ীই প্রতিপক্ষ শিবিরের শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দিচ্ছেন। ধারাবাহিক। বিধ্বংসী। সবচেয়ে বড় কথা, ক্রিকেটীয় শট খেলেন। আবার ব্যাকরণ ভাঙতেও জানেন।

সোমবার নামবেন ইডেন গার্ডেন্সে। কলকাতা নাইট রাইডার্সের পরীক্ষা নিতে। সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে গুজরাত। বাকি সাত ম্যাচের মধ্যে তিনটি জিতলেই প্লে অফ পাকা। অন্য দিকে অনেক কঠিন সমীকরণ নাইটদের সামনে। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে বাকি সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় চাই-ই।

আর এই পরিস্থিতিতে গুজরাতের বিরুদ্ধে কোন পিচে খেলা হবে, তা নিয়ে দোটানায় নাইট শিবির। নাইটদের স্পিন শক্তির কথা মাথায় রাখলে শুকনো বাইশ গজে খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বরুণ চক্রবর্তী, সুনীল নারাইনরা পিচ থেকে সাহায্য পেলে যে কোনও ব্যাটিং লাইন আপের অস্বস্তি।

কিন্তু স্ট্র্যাটেজি ব্যুমেরাং হতে পারে, এমন আশঙ্কাও রয়েছে। বিশেষ করে বিপক্ষে টি-২০ ক্রিকেটের অন্যতম সেরা বোলার, লেগস্পিনার রশিদ খান থাকায়। সঙ্গে সাই কিশোর ছন্দে রয়েছেন।

শনিবার রাত পর্যন্ত ইডেনের পিচে ঘাসের সবুজ আভা রয়েছে। কিন্তু সোমবার পর্যন্ত তা থাকবে কি না, ধন্দ রয়েছে। কারণ, কেকেআরের হাতে অনরিক নখিয়া, হর্ষিত রানা, বৈভব অরোরা থাকলে, গুজরাতের তূণে রয়েছে মহম্মদ সিরাজ, ইশান্ত শর্মা, প্রসিদ্ধ কৃষ্ণ, আর্শাদ খানরা। গতির হুঙ্কারে যাঁরা কোনও অংশে কম যান না।

আর এই পরিস্থিতিতে পিচ নিয়ে রাতের ঘুম নষ্ট করতে নারাজ কেকেআর। শোনা গেল, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে যে পিচে খেলা হয়েছিল, সেই বাইশ গজেই হবে গুজরাতের বিরুদ্ধে মহারণ। যে উইকেটে স্পিনার-পেসার সকলেই সাহায্য পাবেন। বড় রানও উঠবে।

ঘরের মাঠে ম্যাচ জিতে রবিবার শহরে পৌঁছে সন্ধ্যায় ইডেনে প্রস্তুতিতে নেমে পড়ছে গুজরাত টাইটান্স। ছক ভেঙে। সাধারণত আগের দিন ম্যাচ খেলে অন্য শহরে সফর করলে পরের দিনটা বিশ্রামেই কাটায় আইপিএল দলগুলি। তবে আশিস নেহরাদের থিঙ্ক ট্যাঙ্ক প্লে অফ নিশ্চিত না হওয়া পর্যন্ত ঢিলেমি দিতে নারাজ। ঐচ্ছিক হলেও, অনুশীলন হবে।

গুজরাতের মনোবলের ধাক্কা সামলাতে নাইটদের তরী তৈরি তো?

আরও দেখুন



Source link