সন্দীপ সরকার, কলকাতা: ইনিংস ওপেন করতে নেমেছিলেন। প্রথম সাত বল ব্যাটেই ছোঁয়াতে পারলেন না। অষ্টম বলে ব্যাটে লাগল। প্রথম রান নবম বলে। আন্দ্রে রাসেলকে (Andre Russell) ছক্কা মেরে খাতা খুললেন বটে, তবে পরের বলেই বোল্ড হলেন। শুধু বোল্ড হলেন লিখলেও হয়তো ছবিটা পরিষ্কার হয় না। বোল্ড হলেন রাসেলের ফুলটসে। টি-২০ ক্রিকেটে যে বলে ছক্কা মেরে দেন ব্যাটাররা।
আইপিএলের (IPL 2025) আগে শনিবার ইডেন গার্ডেন্সে নিজেদের মধ্যে দুটি দল গড়ে প্র্যাক্টিস ম্যাচ খেলছে কলকাতা নাইট রাইডার্স। একটি দলের নাম রাখা হয়েছে পার্পল, আর একটি দল গোল্ড। দলের বেগুনি-সোনালি জার্সির রংয়ের সঙ্গে মিলিয়ে। সেই প্র্যাক্টিস ম্যাচে গোল্ড দলের হয়ে ইনিংস ওপেন করে রহমানউল্লাহ গুরবাজ যেভাবে আউট হলেন, চিন্তায় থাকবে নাইট শিবির।
আফগান ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটেও ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মনে রাখার মতো কিছু করেননি। গত আইপিএলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। ফিল সল্টকে জায়গা ছেড়ে দিতে হয়েছিল। এবার ফিল সল্ট নেই কেকেআরে। কিন্তু অভিজ্ঞ কুইন্টন ডি’কক রয়েছেন। সুনীল নারাইনের সঙ্গে ইনিংস ওপেন করার দৌড়ে এগিয়ে কুইন্টনই। প্রস্তুতি ম্যাচে বড় রান পেলে অবশ্য সব হিসেব নিকেশ পাল্টে দিতে পারতেন গুরবাজ। পারলেন না তিনি। ১০ বলে ৬ রান করে ফিরলেন।
আরও পড়ুন: মাত্র ২ বছর বয়সেই মৃত্যু! তারকা ক্রিকেটারের জীবনে বিপর্যয়, শোকের ছায়া বিশ্বক্রিকেটে
গুরবাজের মা অসুস্থ। যে কারণে মানসিকভাবে কিছুটা বিব্রত। গত আইপিএলের সময়ও তিনি অসুস্থ মায়ের পাশে থাকতে দেশে ফিরে গিয়েছিলেন। ব্যাট হাতেও ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন।
গুরবাজের ব্যর্থতার দিন অবশ্য নতুন এক তারার সন্ধান পেল কেকেআর। গুরবাজের সঙ্গেই ইনিংস ওপেন করলেন। বাঁহাতি তরুণ ২৪ বলে ৪৬ রান করলেন। লুভনিথ সিসোদিয়া। কর্নাটকের ক্রিকেটার সাবলীল ছক্কা মারলেন। আগ্রাসী ইনিংসে ভরসা দিলেন নাইট টিম ম্যানেজমেন্টকে। আইপিএলে সুযোগ পেলে প্রতিপক্ষ বোলারদের চমকে দিতে পারেন ক্লিন হিটিংয়ে। নাইটদের তূণে নতুন অস্ত্র!
আরও পড়ুন: আইএসএলে মোহনবাগানের সেমিফাইনাল কবে, প্রকাশিত হল সূচি, আরও চনমনে সবুজ-মেরুন শিবির
আরও দেখুন