NOW READING:
ঘরের মাঠে নজরে রাহানে, জয়হীন MI-র বিরুদ্ধে ওয়াংখেড়েতে দুইয়ে দুই করতে পারবে KKR-র?
March 31, 2025

ঘরের মাঠে নজরে রাহানে, জয়হীন MI-র বিরুদ্ধে ওয়াংখেড়েতে দুইয়ে দুই করতে পারবে KKR-র?

ঘরের মাঠে নজরে রাহানে, জয়হীন MI-র বিরুদ্ধে ওয়াংখেড়েতে দুইয়ে দুই করতে পারবে KKR-র?
Listen to this article


মুম্বই: এবারের আইপিএলের (IPL 2025) ১২তম ম্যাচে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের সফলতম ফ্র্যাঞ্চাইজিগুলির অন্যতম। তবে মুম্বই ইন্ডিয়ান্স বা কলকাতা নাইট রাইডার্স (MI vs KKR), কোনও দলই এখনও পর্যন্ত আইপিএলে নিজেদের পারফরম্যান্সে দাপট দেখাতে পারেনি। প্রথম ম্যাচে হারের পর গত ম্যাচে রাজস্থানকে হারিয়ে নাইটরা জয়ে ফিরেছে বটে, তবে এখনও কেকেআরকে অনেক প্রশ্নের জবাব দিতে হবে। আর মুম্বই ইন্ডিয়ান্স তো এখনও পর্যন্ত জিততেই পারেনি। ১১ আইপিএল ম্যাচের পর কেবল তাঁদের নামের পাশেই এখনও কোনও পয়েন্ট নেই। এমন পরিস্থিতিতে সোমবার দুই পয়েন্ট দুই দলের জন্যই অপরিহার্য।

মুম্বই ইন্ডিয়ান্সের ক্ষেত্রে দলের তারকাদের অফফর্ম এবং ভিন্ন কারণে অনুপস্থিতি, চিন্তার একটি বড় বিষয়। প্রথম ম্যাচে নির্বাসনের জন্য খেলতে পারেননি অধিনায়ক হার্দিক পাণ্ড্য। দ্বিতীয় ম্য়াচে তিনি ফিরলেও, জয় আসেনি। দলের তারকা বোলার যশপ্রীত বুমরা ফিট হওয়ার দিকে এগিয়ে চলেছে। তবে কোচ মাহেলা জয়বর্ধনে আগেই জানিয়ে দিয়েছেন যে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির তরফে তাঁর ফেরার বিষয়ে এখনও কোনও দিনক্ষণ ধার্য করা হয়নি। আর টপ অর্ডারে রোহিত শর্মা এখনও পর্যন্ত ডাহা ফেল। এমন পরিস্থিতিতে ম্যাচের আগে কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের হুঙ্কার খুব একটা অমূলক নয়। 

কেকেআর কোচ ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে বলেন, দুর্ভাগ্যবশত মুম্বই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত এবারে সেই পর্যায়ে পারফর্ম করতে পারেনি, যা আমাদের পক্ষে সুখবর। আমদের সামনে তাই ওদেরকে আবারও চাপে ফেলার একটা বড় সুযোগ রয়েছে।’ পণ্ডিত নিজে মুম্বইয়ে বড় হয়েছেন। কেকেআর অধিনায়ক রাহানেও আবার ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের অধিনায়ক। তাই ওয়াংখেড়ের পিচ দুইজনের হাতের তালুর মতো চেনা। উপরন্তু, ঐতিহাসিকভাবে নাইটদের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স দাপট দেখালেও, কেকেআর কিন্তু পল্টনদের বিরুদ্ধে শেষ ছয় ম্যাচের মধ্য়ে পাঁচটিতে জিতেছে। গত মরশুমে ১২ বছর পর ওয়াংখেড়েতেও জয় পেয়েছিল নাইট শিবির। 

এই পরিসংখ্যান কেকেআরের জন্য আত্মবিশ্বাস বাড়াবে। আর অতীত পরিসংখ্যান আত্মবিশ্বাস বাড়াবে নাইট সহ-অধিনায়ক বেঙ্কটেশ আইয়ারেরও। গত দুই মরশুমে দুইবারই ওয়াংখেড়েতে তিনি ম্য়াচ সেরা হয়েছিলেন। তাঁর ব্যাট থেকে এসেছিল যথাক্রমে ১০৪ ও ৭০ রানের ইনিংস। প্রথম দুই ম্য়াচে ব্যর্থ বেঙ্কটেশ এই ম্যাচের আগে তাই বাড়তি আত্মবিশ্বাস পাবেন। পাশাপাশি প্রায় এক যুগ পর কেকেআরের হয়ে ম্যাচ মিস করার পর পল্টনদের বিরুদ্ধে মাঠে নামার জন্য সুনীল নারাইনও ফিট হয়ে গিয়েছেন। এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের মঞ্চ প্রস্তুত। এবার অপেক্ষা দুই দলের মহারণের। 

আরও দেখুন



Source link