<p><strong>সন্দীপ সরকার, কলকাতা: </strong>পয়েন্ট টেবিলের দিকে তাকালে <a title="কলকাতা নাইট রাইডার্স" href="https://bengali.abplive.com/topic/kolkata-knight-riders" data-type="interlinkingkeywords">কলকাতা নাইট রাইডার্স</a>ের (KKR) যে কোনও সমর্থক আতঙ্কিত হয়ে উঠতে পারেন। প্রথম আট ম্যাচের ৫টিতে পরাজয়। সাত নম্বরে টিমটিম করে জ্বলছে কেকেআর। প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে পরের ৬ ম্যাচের পাঁচটিতে জিততে হবে গতবারের চ্যাম্পিয়নদের। তবে পৌঁছনো যাবে ম্যাজিক ফিগার ১৬ পয়েন্টে।</p>
<p>সোমবার রাতে ঘরের মাঠে গুজরাত টাইটান্সের কাছে ভরাডুবি হয়েছে। শুভমন গিলদের কাছে ইডেন গার্জেন্সে ৩৯ রানে ম্যাচ হেরে কেকেআরের প্লে অফ সম্ভাবনা ভেন্টিলেশনে ঢুকব ঢুকব করছে। বাকি ৬ ম্যাচের মধ্যে ৫টি জিততেই হবে – এই শর্ত নিয়ে দলের মধ্যে কোনও আলোচনা হয়েছে?</p>
<p>মঙ্গলবার দুপুরে কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানেকে যখন প্রশ্ন করা হল, নাইটরা অন্য গ্রহে। ক্রিকেট থেকে একদিনের স্যুইচ অফ মোড। রাতের ম্যাচ খেলে পরের দিন বেলায় দলের মেন্টর ডোয়েন ব্র্যাভো, অধিনায়ক রাহানে, সিইও বেঙ্কি মাইসোর, সহকারী কোচ ওটিস গিবসন, পেসার অনরিক নখিয়ারা হাজির হয়ে গিয়েছিলেন টালিগঞ্জের রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবে। সবুজ গালিচার মতো কোর্সে নাইটদের বার্ষিক গলফের আসরে। যে নাইট গলফ থেকে একটি মানবিক উদ্যোগের কথাও ঘোষণা করা হল মঙ্গলবার। জানিয়ে দেওয়া হল, বাংলার পিছিয়ে পড়া মহিলাদের স্বপ্নপূরণে বিশেষ উদ্যোগ নিচ্ছে কেকেআর। যে প্রকল্পের নাম রাখা হয়েছে সাহসী রানি। সমাজের অনগ্রসর মহিলাদের পাশে থাকতে বদ্ধপরিকর শাহরুখ খান-জুহি চাওলার দল। বাছাই করা মহিলাদের আর্থিকভাবে সাহায্য তো করা হবেই, দেওয়া হবে কারিগরি প্রশিক্ষণ। যাতে তাঁরা সাবলম্বী হয়ে উঠতে পারেন।</p>
<p>তবু আইপিএলের মাঝে শহরের দলের অধিনায়ক, মেন্টররা সামনে থাকলে ক্রিকেটের আলোচনা হবেই। রাহানে অবশ্য উত্তর দেওয়ার জন্য মাইক বাড়িয়ে দিলেন মেন্টর ব্র্যাভোর দিকে। ক্যারিবিয়ান তারকা হরাল না ছাড়ার বার্তা দিলেন। বললেন, ‘কাল রাতে ম্যাচ খেলেছে ছেলেরা, তারপর এ নিয়ে আলাদা করে কথা হয়নি। আমরা বসব, দল হিসাবে কোথায় কোথায় উন্নতি করা যায় দেখব। ক্রিকেটারদের সাহস জুগিয়ে যেতে হবে। ওদের আরও বেশি করে পরিশ্রম করতে হবে। শেষ ৬টা ম্যাচ আমাদের জেতার জন্য ঝাঁপাতে হবে।'</p>
<p>১১ বছরের পুরনো ঘটনা থেকে প্রেরণা খুঁজছেন নাইটদের কর্ণধার বেঙ্কি মাইসোর। বলে দিলেন, ‘২০১৪ মনে করুন। প্রথম সাত ম্যাচের পাঁচটিতে হেরে গিয়েছিলাম। সেখান থেকে টানা ৯ ম্যাচ জিতে রেকর্ড গড়েছিলাম। <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a> চ্যাম্পিয়ন হয়েছিলাম। ২০২১ দেখুন। প্রথম সাত ম্যাচের পাঁচটিতে হেরেছিলাম। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে খেলেছিলাম। চ্যাম্পিয়ন হতে না পারলেও, সেই সাফল্যকে ভুলে যাওয়া চলে না। সেবার পারলে এবার নয় কেন?'</p>
<p>সোনালি ইতিহাস থেকেই ঘুরে দাঁড়ানোর মন্ত্র খুঁজছে <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a> শিবির। শপথ নিচ্ছে হাল না ছাড়ার।</p>
Source link
পিছিয়ে পড়া মহিলাদের পাশে শাহরুখের দল, আইপিএলে ঘুরে দাঁড়ানোর মন্ত্রও খুঁজে নিল কেকেআর
