NOW READING:
ইডেনে কোহলিদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু অভিযান, এক ঝলকে আইপিএলে কেকেআরের পূর্ণাঙ্গ সূচি
February 17, 2025

ইডেনে কোহলিদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু অভিযান, এক ঝলকে আইপিএলে কেকেআরের পূর্ণাঙ্গ সূচি

ইডেনে কোহলিদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু অভিযান, এক ঝলকে আইপিএলে কেকেআরের পূর্ণাঙ্গ সূচি
Listen to this article


কলকাতা: আইপিএলের (IPL 2025) সূচি প্রকাশিত হয়ে গেল। ১৮তম আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ। আর প্রথম ম্যাচেই ধুন্ধুমার লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স উদ্বোধনী ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। ইডেনে হবে সেই ম্যাচ। অর্থাৎ, প্রথম দিনই বিরাট কোহলি বনাম সুনীল নারাইন, হর্ষিত রানা দ্বৈরথ দেখার সুযোগ ক্রিকেটপ্রেমীদের। 

গতবার আইপিএল জিতেছিল শাহরুখ খান, জুহি চাওলার দল। দীর্ঘ দশ বছরের খরা কাটিয়ে ট্রফি এসেছিল অধিনায়ক শ্রেয়স আইয়ারের হাত ধরে। যদিও এবার শ্রেয়সকে রিটেন করেনি কেকেআর। শ্রেয়সকে নিলাম থেকে কিনে নিয়েছে পাঞ্জাব কিংস। কেকেআরের নেতৃত্বের দায়িত্ব কে পান, তা দেখতে মুখিয়ে রয়েছেন অনেকে।

 

আরও পড়ুন: রান আউট বিতর্কে তোলপাড় ডব্লিউপিএল, তৃতীয় আম্পায়ারের এত বড় ভুল?

কেকেআর প্রথম ম্যাচ ঘরের মাঠে খেললেও তারপর পরপর দুটি অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে সুনীল নারাইন, আন্দ্রে রাসেলদের। সব মিলিয়ে গ্রুপ পর্বে ৭টি হোম ও ৭টি অ্যাওয়ে ম্যাচ রয়েছে নাইটদের।

আইপিএলে গ্রুপ পর্বে কলকাতা নাইট রাইডার্সের পূর্ণাঙ্গ সূচি

২২ মার্চ, শনিবার – কেকেআর বনাম আরসিবি – কলকাতা (সন্ধ্যা ৭.৩০)

২৬ মার্চ, বুধবার – কেকেআর বনাম রাজস্থান রয়্যালস – গুয়াহাটি (সন্ধ্যা ৭.৩০)

৩১ মার্চ, সোমবার – কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স – মুম্বই (সন্ধ্যা ৭.৩০)

৩ এপ্রিল, বৃহস্পতিবার – কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ – কলকাতা (সন্ধ্যা ৭.৩০)

৬ এপ্রিল, রবিবার – কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস – কলকাতা (বিকেল ৩.৩০)

১১ এপ্রিল, শুক্রবার – কেকেআর বনাম সিএসকে – চেন্নাই (সন্ধ্যা ৭.৩০)

১৫ এপ্রিল, মঙ্গলবার – কেকেআর বনাম পাঞ্জাব কিংস – মুল্লাপুর (সন্ধ্যা ৭.৩০)

২১ এপ্রিল, সোমবার – কেকেআর বনাম গুজরাত টাইটান্স – কলকাতা (সন্ধ্যা ৭.৩০)

২৬ এপ্রিল, শনিবার – কেকেআর বনাম পাঞ্জাব কিংস – কলকাতা (সন্ধ্যা ৭.৩০)

২৯ এপ্রিল, মঙ্গলবার – কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস – নয়াদিল্লি (সন্ধ্যা ৭.৩০)

৪ মে, রবিবার – কেকেআর বনাম রাজস্থান রয়্যালস – কলকাতা (বিকেল ৩.৩০)

৭ মে, বুধবার – কেকেআর বনাম সিএসকে – কলকাতা (সন্ধ্যা ৭.৩০)

১০ মে, বুধবার – কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ – হায়দরাবাদ (সন্ধ্যা ৭.৩০)

১৭ মে, শনিবার – কেকেআর বনাম আরসিবি – বেঙ্গালুরু (সন্ধ্যা ৭.৩০)

আরও পড়ুন: দৌড়ে পাঁচ ক্রিকেটার, শাহরুখের কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক কে?

 

আরও দেখুন





Source link