NOW READING:
বৃষ্টিতে পণ্ড প্র্যাক্টিস, ছুটি বাতিল করে পুরো দলকে ইডেনে নামার নির্দেশ কেকেআরের হেডস্যরের
March 17, 2025

বৃষ্টিতে পণ্ড প্র্যাক্টিস, ছুটি বাতিল করে পুরো দলকে ইডেনে নামার নির্দেশ কেকেআরের হেডস্যরের

বৃষ্টিতে পণ্ড প্র্যাক্টিস, ছুটি বাতিল করে পুরো দলকে ইডেনে নামার নির্দেশ কেকেআরের হেডস্যরের
Listen to this article


সন্দীপ সরকার, কলকাতা: আইপিএল (IPL 2025) শুরুর ঢের আগে থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) কড়া নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে ১০ দলকে। স্পষ্ট বলে দেওয়া হয়েছে, টুর্নামেন্টের আগে আইপিএলের ম্যাচ হবে এমন মাঠে সাতদিন তিনঘণ্টা করে প্র্যাক্টিস করা যাবে, তার বেশি নয়। ওই সাতদিনের মধ্যেই সর্বোচ্চ ২ দিন খেলা যাবে প্র্যাক্টিস ম্যাচ। প্র্যাক্টিস ম্যাচের পরের দিন মাঠে আর কোনও অনুশীলন নয়, বিশ্রাম দিতে হবে পিচ ও আউটফিল্ডকে। যাতে মূল টুর্নামেন্টের সময় বাইশ গজ দারুণ জায়গায় থাকে।

যে নিয়ম মেনে শনিবার ইডেনে প্র্যাক্টিস ম্যাচ খেলার পর রবিবার আর ইডেনমুখো হয়নি কলকাতা নাইট রাইডার্স। ঐচ্ছিক অনুশীলন সেরেছিল সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে।

সোমবার ফের ইডেনে প্র্যাক্টিস ম্যাচ ছিল ইডেনে। কিন্তু বাদ সাধল প্রকৃতি। প্রথম ইনিংস শেষ হওয়ার পরই ঝিরঝির করে বৃষ্টি শুরু হল। ঘড়িতে তখন রাত আটটা। দ্রুত মাঠ ঢাকা পড়ল কভারে। ক্রিকেটারেরা দৌড়ে ড্রেসিংরুমে ঢুকলেন। খানিক অপেক্ষা করে কেকেআর তারকারা বুঝে গেলেন, ম্যাচ আর চালু করা সম্ভব নয়। কিছুক্ষণ পরেই টিমবাসে চেপে হোটেল অভিমুখে রওনা হয়ে গেলেন অজিঙ্ক রাহানে, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, বেঙ্কটেশ আইয়াররা।

প্রথমে ঠিক ছিল, বোর্ডের নিয়ম মেনে মঙ্গলবার ঐচ্ছিক অনুশীলন রাখা হবে। সেটা হওয়ার কথা ছিল সল্ট লেকে। কিন্তু সোমবারের ম্যাচ ভেস্তে যাওয়ায় বদলে গেল নাইট শিবিরের নকশা। মঙ্গলবার ঐচ্ছিক নয়, পুরো দলের অনুশীলন করার কথা জানিয়ে দেওয়া হল নাইট শিবির থেকে। এবং সেটা ইডেন গার্ডেন্সেই। সব কিছু ঠিকঠাক চললে মঙ্গলবারই চলতি মরশুমে প্রথমবার কেকেআর জার্সিতে দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দুই তারকা – বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানাকে।

আরও পড়ুন: চোটের জন্য কেরিয়ার শেষ হতে বসেছিল, অলৌকিকভাবে কেকেআরে সুযোগ পেয়ে কী বলছেন সাকারিয়া?

যদিও উদ্বেগ তৈরি হয়েছে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে। বুধবার কলকাতায় আসার কথা বিরাট কোহলি-সহ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের। বৃহস্পতিবার থেকে কেকেআরের পাশাপাশি ইডেনে অনুশীলন করার কথা আরসিবি-র। শনিবার উদ্বোধনী অনুষ্ঠান। তারপর প্রথম ম্যাচ। কেকেআর বনাম আরসিবি লড়াই। অথচ বুধবার থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রকৃতি রক্তচক্ষু দেখাতে শুরু করায় উদ্বেগে ক্রিকেটপ্রেমীরা। প্রার্থনা শুরু হয়ে গিয়েছে, আইপিএলের বোধন যেন না ভেস্তে যায় ঝড়-বৃষ্টিতে!

আরও পড়ুন: কেকেআরের শক্তি আরও বাড়ল, সোমবারই শহরে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের দুই নায়ক

আরও দেখুন



Source link