সন্দীপ সরকার, কলকাতা: গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। প্র্যাক্টিসের সময় গালে হাত দিয়ে সকলকে খুঁটিয়ে দেখতেন। কারও কোনও ভুলত্রুটি চোখে পড়লে ডেকে আলাদা করে ক্লাস নিতেন। গম্ভীর মুখে ঘোরাফেরা করতেন। ডাগ আউটেও বসে থাকতেন থমথমে মুখে। টিমহোটেলেও তাঁকে খুব একটা হাসিঠাট্টা কিংবা খুনসুটি করতে দেখা গিয়েছে বলে খবর নেই।
এবারের আইপিএলে (IPL 2025) তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন যিনি, সেই ডোয়েন ব্র্যাভো টি-২০ ক্রিকেটের কিংবদন্তি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের নির্যাস তাঁর হাঁটাচলায়, কথা বলায়। যিনি ক্রিকেটের মতোই বিখ্যাত তাঁর চ্যাম্পিয়ন গানের জন্য। তাঁর ডাকনামই ডিজে ব্র্যাভো।
গম্ভীর যদি উত্তর মেরু হন, ব্র্যাভো দক্ষিণ। গৌতি হিমশীতল হলে ব্র্যাভো আবেগের আগ্নেয়গিরি।
বুধবার বাইপাসের ধারে মিলন মেলা প্রাঙ্গনে কেকেআর আনপ্লাগড সিজন ২ অনুষ্ঠানে মঞ্চে উঠে নাচলেন ব্র্যাভো। তাঁর বিখ্যাত চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন গানের তালে। গান গাইলেনও। মেন্টরকে দেখে চনমনে নাইট শিবির। তিনবারের আইপিএল চ্যাম্পিয়নদের সামনে এবার ট্রফি ধরে রাখার লড়াই। দিলখোলা মেন্টরের সামনেই জার্সিতে চতুর্থ তারা বসানোর শপথ নিলেন কেকেআর ক্রিকেটারেরা।
কেকেআর ক্রিকেটারদের কি নাচ শেখাবেন ডি জে ব্র্যাভো? কেকেআর মেন্টর বললেন, ‘অবশ্যই ওদের নাচের স্টেপ শেখাব। মরশুমের জন্য মুখিয়ে রয়েছি। আশা করছি অমরা ফের চ্যাম্পিয়ন হব। এই দলের মেন্টর হতে পেরে গর্বিত। গোটা বিশ্বে নাইট রাইডার্সের সমাদর রয়েছে। খেলার সময়ও কেকেআরের সঙ্গে ম্যাচ থাকলে চিন্তায় থাকতাম। আগের রাতে ভাবতাম, পরের দিন রাসেল, নারাইনকে খেলতে হবে। খুব খুশি এই দলের অংশ হতে পেরে।’
ব্র্যাভো যোগ করেছেন, ‘ট্রফি ধরে রাখা আলাদা রকমের পরীক্ষা। আইপিএল কঠিন ও লম্বা টুর্নামেন্ট। দলে প্রচুর প্রতিভা। ঈশ্বর সকলকে যে প্রতিভা দিয়েছেন, আশা করি সকলে সেটা মাঠে করে দেখাবে। চ্যাম্পিয়ন মানসিকতা তৈরি করতে চাই। আমার রেকর্ড সেটা বলবে। ওদের উৎসাহ দেব।’
কেকেআরের চিফ এগজিকিউটিভ অফিসার বেঙ্কি মাইসোর বলেছেন, ‘এইরকম দল ও সাপোর্ট স্টাফ থাকলে রাতে ঘুম ভাল হয়। এর চেয়ে খুশির কিছু হয় না।’
কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলছেন, ‘ব্র্যাভো কিংবদন্তি। ওর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে দারুণ লাগছে। এতে দলের গুরুত্ব বেড়েছে। কেকেআরের সম্পদ ও। এত ক্রিকেট খেলেছে, ম্যাচ জিতেছে। জানে সাফল্যের মন্ত্র। আমি ওর সঙ্গে মত বিনিময় করছি। তবে আমাদের দলে অনেক সিনিয়র প্লেয়ার রয়েছে। দ্রে, নারাইন। সঙ্গে এক ঝাঁক তরুণ – হর্ষিত, রিঙ্কু, বেঙ্কি। দারুণ আবহ দলে। প্রাণশক্তিতে ভরপুর।’
আরও দেখুন