কলকাতা: এক সময় তিনি ছিলেন কলকাতা নাইট রাইডার্সের দুর্ধর্ষ প্রতিপক্ষ। আইপিএলে (IPL) খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসে। কিন্তু এখন তিনি কেকেআরের (KKR) মেন্টর। নাইটদের হয়ে প্রতিপক্ষদের বধ করার নকশা তৈরি করবেন।
আইপিএল শুরুর আগে সেই ডোয়েন ব্র্যাভোর মুখে শাহরুখ খানের উচ্ছ্বসিত প্রশংসা। শাহরুখের দলের সঙ্গে আগেও যুক্ত হয়েছেন বিশ্বের অন্যান্য প্রান্তের টি-২০ লিগে। আইপিএলে এই প্রথম। ডি জে ব্র্যাভো বলছেন, ‘শাহরুখের মতো বস পাওয়া বিরাট ব্যাপার। ক্রিকেট নিয়ে ভীষণ আগ্রহী। ত্রিনিবাগো নাইট রাইডার্সের দায়িত্ব যখন নিয়েছিলাম, তখন দারুণ খুশি হয়েছিল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দল কেনার থেকেই বোঝা যায় খেলা নিয়ে কত আগ্রহ। সিপিএলের ইতিহাসে ত্রিনিবাগো নাইট রাইডার্সকে সেরা দল গড়ে তুলেছি। সেই প্রাণশক্তি এখানেও আনতে চাই। এমনিতেই কেকেআর সফল দল। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের পর আইপিএলে সবচেয়ে সফল দল। এরকম দলের সব সময় ভাল কিছু করার সুযোগ থাকে।’
আরও পড়ুন: ৩ আইপিএল ট্রফির নায়ক, অথচ গম্ভীরের ছায়া কাটিয়ে বেরতে মরিয়া কেকেআর!
তিনি শুধু ক্রিকেটার নন, সঙ্গীতশিল্পীও। তাঁর লেখা ও গাওয়া ‘উই আর চ্যাম্পিয়ন’ হইচই ফেলে দিয়েছিল। তিনি কি ক্যালিপসো স্টাইলে কেকেআরের থিম সং গাইবেন? ব্র্যাভো বলছেন, ‘ভবিষ্যতে ক্যারিবিয়ান স্টাইলে করব, লড়ব, জিতব রে গাওয়ার কথা ভাবতে পারি। এখনই নয়।’
ব্র্যাভোর সঙ্গে কাজ করতে পারবেন বলে উচ্ছ্বসিত কেকেআরে সবচেয়ে দামি ক্রিকেটার বেঙ্কটেশ আইয়ার। বলছেন, ‘মেন্টর সবেচেয়ে বেশি টি-২০ ম্যাচ খেলা ক্রিকেটার। ডোয়েন ব্র্যাভোর সঙ্গে কাজ করতে পারব ভেবে দারুণ লাগছে। প্রচুর অভিজ্ঞতা। কৌশল তৈরিতে পারদর্শী। আমি সব সময় দেখেছি বাউন্ডারি লাইনের কাছে ঘুরে বোলারদের সঙ্গে কথা বলছেন। ওঁর প্রশিক্ষণে খেলতে মুখিয়ে রয়েছি। অভিজ্ঞতার বিকল্প হয় না। এত ম্যাচ খেলেছে। এত ম্যাচ জিতিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে ও ফ্র্যাঞ্চাইজিদের। ওর কাছ থেকে ব্যক্তিগতভাবে ও দল হিসাবে শেখার জন্য মুখিয়ে রয়েছি।’
আরও পড়ুন: ২৩.৭৫ কোটির সতীর্থকে নিয়ে বড় মন্তব্য দেড় কোটির ক্যাপ্টেনের, মন জিতলেন রাহানে
আরও দেখুন