সন্দীপ সরকার, কলকাতা: গত আইপিএলের (IPL 2025) চ্যাম্পিয়ন। এবারের আইপিএলে প্রথম দিনই মাঠে নেমে পড়ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শাহরুখ খান-জুহি চাওলার দলের অভিযান শুরু হচ্ছে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে। প্রথম ম্যাচেই নাইটদের সামনে বিরাট কোহলি-রজত পাতিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২২ মার্চ যে ম্যাচ হবে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে (Eden Gardens)।
ক্রিকেটপ্রেমীরা হা পিত্যেশ করে বসে রয়েছেন এটা জানতে যে, কবে থেকে সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে? কেকেআরের বাকি ম্যাচের টিকিটই বা কবে থেকে, কোথায় পাওয়া যাবে?
কেকেআর শিবিরে খোঁজ নিয়ে পাওয়া গেল বড় আপডেট। সব কিছু ঠিকঠাক চললে শুক্রবার বেলা বারোটা থেকেই টিকিট বিক্রি শুরু হয়ে যাবে। অনলাইনে টিকিট পাওয়া যাবে ‘বুক মাই শো’ অ্যাপে। টিকিটের সর্বনিম্ন দাম ঠিক হয়েছে ৯০০ টাকা। যা গতবারের আইপিএলের টিকিটের সর্বনিম্ন দামের চেয়ে দেড়শো টাকা বেশি। এছাড়া কর্পোরেট বক্স, হসপিটালিটি বক্স, ক্লাব হাউসের আপার টিয়ার, লোয়ার টিয়ার-সহ অন্যান্য টিকিটের দামও বাড়ছে। যে খবর বুধবার সবার আগে জানিয়েছিল এবিপি লাইভ বাংলাই। সেই খবরেই সিলমোহর পড়তে চলেছে শুক্রবার।
গত আইপিএলে কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবার উদ্বোধন ও ফাইনাল হচ্ছে ইডেনেই। সঙ্গে থাকছে একটি কোয়ালিফায়ার। সব মিলিয়ে বাড়তি দুটি ম্যাচ হচ্ছে ইডেন গার্ডেন্সে। অর্থাৎ, এবার ইডেনে আইপিএলের মোট ৯টি ম্যাচ হবে।
টিকিটের দাম নিয়ে অভিনব একটি সিদ্ধান্তও নিয়েছে কেকেআর, খবর সূত্রের। বুধবারই এবিপি আনন্দ জানিয়েছিল যে, টিকিটের ডাইনামিক প্রাইসিং নিয়ে আলোচনা চলছে। যার অর্থ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বা চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্সের মতো বড় দলের বিরুদ্ধে ইডেনে কেকেআরের ম্যাচের টিকিটের দাম বেশি রাখা হতে পারে। এর আগে ইডেনে যা কখনও হয়নি।
বৃহস্পতিবার রাতের দিকে নাইট শিবির থেকে জান গেল, সেই পথেই সম্ভবত হাঁটতে চলেছে ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ, ২২ মার্চ কেকেআর বনাম আরসিবি, ৭ মে কেকেআর বনাম সিএসকে ম্যাচের জন্য টিকিটের দাম অন্যান্য ম্যাচের টিকিটের দামের চেয়ে বেশি হতে পারে। ইডেনে কোহলি কিংবা ধোনির মতো সুপারস্টারের দর্শন পেতে ক্রিকেটপ্রেমীদের বাড়তি গাঁটের কড়ি খরচ করতে হতে পারে।
আইপিএলের টিকিটের দাম নির্ধারণ করে ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ, ইডেনের টিকিটের দাম কী হবে, সেটা কেকেআর কর্তৃপক্ষই ঠিক করে। কেকেআর শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, আইপিএল টিকিটের দাম ফ্র্যাঞ্চাইজির তরফে বোর্ডকে জানাতে হয়। বোর্ডের সবুজ সংকেত পেলেই টিকিট বিক্রি শুরু হয়ে যায়। বৃহস্পতিবার রাতেই ভারতীয় বোর্ডের অনুমোদন এসে গিয়েছে। এবার বিক্রি শুরু হওয়ার পালা।
আরও দেখুন