NOW READING:
গুরু-শিষ্যের দ্বৈরথ দিয়ে শুরু IPL 2025, RCB অধিনায়ক পাতিদারকে হুঁশিয়ারি KKR কোচ পণ্ডিতের
February 19, 2025

গুরু-শিষ্যের দ্বৈরথ দিয়ে শুরু IPL 2025, RCB অধিনায়ক পাতিদারকে হুঁশিয়ারি KKR কোচ পণ্ডিতের

গুরু-শিষ্যের দ্বৈরথ দিয়ে শুরু IPL 2025, RCB অধিনায়ক পাতিদারকে হুঁশিয়ারি KKR কোচ পণ্ডিতের
Listen to this article


নয়াদিল্লি: আর মাসখানেকের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে আইপিএলের মহারণ (IPL 2025)। মেগা টুর্নামেন্টের ১৮তম সংস্করণের প্রথম ম্যাচেই গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরু (Royal Challengers Bangalore)। সদ্যই আরসিবির নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন রজত পাতিদার (Rajat Patidar)। সেই ম্যাচের আগেই কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন চন্দ্রকান্ত পণ্ডিত (Chandrakant Pandit)।

কেকেআরের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তিনি অধিনায়ক রজত পাতিদারের বিষয়ে অবগত, তাঁর খুঁটিনাটি, দুর্বলতা, শক্তিশালী পক্ষ, সবই জানেন। আসলে আইপিএলে কেকেআরের কোচিংয়ের দায়িত্ব পালন করলেও, পণ্ডিত আবার ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশেরও কোচ। এই দলের হয়েই খেলেন রজত পাতিদার। এই দলের অধিনায়কও বটে তিনি। অর্থাৎ আইপিএলের প্রথম ম্যাচে গুরু ও শিষ্যের টক্কর দেখা যাবে। সেই ম্যাচের আগেই শিষ্যকে হুঁশিয়ারি দিলেন কোচ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পণ্ডিত বলেন, ‘ও অধিনায়কত হিসাবে নতুন হলেও, ওর দলে বিরাট কোহলির মতো তারকারা রয়েছে। ওর মধ্যপ্রদেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে, তাই আমার মনে হয় ও ভালই করবে। তবে আমাদের বিরুদ্ধে কিন্তু ওকে চাপের মুখে পড়তে হবে।’

আরও পড়ুন: সিএসকের বিরুদ্ধে শুরু অভিযান, ‘ক্লাসিকো’তে হার্দিক নয়, মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন রোহিত? 

আরও দেখুন



Source link