NOW READING:
জীবন বদলে দিয়েছে কেকেআর, বলছেন ২৩ কোটি ৭৫ লক্ষ টাকার ক্রিকেটার
March 20, 2025

জীবন বদলে দিয়েছে কেকেআর, বলছেন ২৩ কোটি ৭৫ লক্ষ টাকার ক্রিকেটার

জীবন বদলে দিয়েছে কেকেআর, বলছেন ২৩ কোটি ৭৫ লক্ষ টাকার ক্রিকেটার
Listen to this article



<p><strong>সন্দীপ সরকার, কলকাতা:&nbsp;</strong><a title="আন্দ্রে রাসেল" href="https://bengali.abplive.com/topic/andre-russel" data-type="interlinkingkeywords">আন্দ্রে রাসেল</a>, <a title="সুনীল নারাইন" href="https://bengali.abplive.com/topic/sunil-narine" data-type="interlinkingkeywords">সুনীল নারাইন</a>দের মতো সুপারস্টার রয়েছে দলে । রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা সম্পন্ন অজিঙ্ক রাহানেও । তাও <a title="কলকাতা নাইট রাইডার্স" href="https://bengali.abplive.com/topic/kolkata-knight-riders" data-type="interlinkingkeywords">কলকাতা নাইট রাইডার্স</a> (KKR) সবচেয়ে বেশি টাকা খরচ করেছে বেঙ্কটেশ আইয়ারকে কিনতে ।</p>
<p>২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় বেঙ্কিকে দলে ধরে রেখেছে কেকেআর । যা নিয়ে উচ্ছ্বসিত মধ্য প্রদেশের ক্রিকেটার । বুধবার মিলন মেলা প্রাঙ্গনে কেকেআরের এক অনুষ্ঠানে বেঙ্কটেশ বলেছেন, ‘দলের অন্যতম সেরা প্লেয়ার বলা হচ্ছে আমাকে, আমি গর্বিত । আমার ওপর ভরসা দেখানোর জন্য । আমার আইপিএল সফর শুরু হয়েছিল কেকেআরে । আমার কেরিয়ার, আমার জীবন বদলে দিয়েছে কেকেআর ।'</p>
<p>তিনি আরও বলেছেন, ‘ক্রিকেট ম্যাচ যেমনই খেলি না কেন, ড্রেসিংরুমের পরিবেশ দুর্দান্ত । রাসেল, নারাইনরা সব সময় সাহায্য করে । দারুণ কিছু ভারতীয় ক্রিকেটারেরা রয়েছে । বরুণ, হর্ষিত, রিঙ্কু । সকলেই আত্মবিশ্বাসী । <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a> জেতার ব্যাপারে এবারও আশাবাদী ।'</p>
<p>কোচ চন্দ্রকাণ্ড পণ্ডিত বলেছেন, ‘সমর্থকেরা ছাড়া দল কিছুই নয় । তাঁদের জন্যই আমরা আরও উৎসাহ পাই । তৃতীয় বছর আমার । দারুণ সফর । ট্রফি জেতা সব সময়ই সকলের কাছে দারুণ অভিজ্ঞতা । ক্রিকেটার, কোচ, ফ্র্যাঞ্চাইজি, সকলের কাছে । ক্রিকেটারদের মধ্যে কোনও ভেদাভেদ নেই । সকলকে স্বাধীনতা দেওয়া হয় নিজেদের সিদ্ধান্ত নিতে । ম্যানেজমেন্ট সেই স্বাধীনতা দেয় । শাহরুখ খান, জয় মেটা, জুহি চাওলা &ndash; সকলের অবদান রয়েছে ।'</p>
<p>যোগ করেছেন, ‘ব্র্যাভো কিংবদন্তি । ওর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে দারুণ লাগছে । এতে দলের গুরুত্ব বেড়েছে । কেকেআরের সম্পদ । এত ক্রিকেট খেলেছে, ম্যাচ জিতেছে । জানে সাফল্যের মন্ত্র । আমি ওর সঙ্গে মত বিনিময় করছি । তবে আমাদের দলে অনেক সিনিয়র প্লেয়ার রয়েছে । দ্রে, নারাইন । সঙ্গে এক ঝাঁক তরুণ &ndash; হর্ষিত, রিঙ্কু, বেঙ্কি । দারুণ আবহ দলে । প্রাণশক্তিতে ভরপুর ।'</p>
<p>অধিনায়ক অজিঙ্ক&nbsp;রাহানে বলছেন, ‘দারুণ লাগছে <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a>ে ফিরে । আমার কাছে সম্মানের । আমাকে নেওয়ার সিদ্ধান্ত যাঁদের, তাঁদের সকলের কাছেই কৃতজ্ঞ । আমাদের দল খুব ভাল । সব কিছু সহজ সরল রাখতে চাই । অধিনায়ক হিসাবে আমি খুব খুশি ।কলকাতা দারুণ জায়গা । ইডেনে খেলতে আমার বরাবর দারুণ লাগে । এত বছর ধরে সমর্থন করছে । আশা করছি এবারও করবে ।'</p>
<p>&nbsp;</p>



Source link