NOW READING:
জয়হীন মুম্বই ইন্ডিয়ান্সকে চাপে ফেলবে কেকেআর, আত্মবিশ্বাসী নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিত
March 31, 2025

জয়হীন মুম্বই ইন্ডিয়ান্সকে চাপে ফেলবে কেকেআর, আত্মবিশ্বাসী নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিত

জয়হীন মুম্বই ইন্ডিয়ান্সকে চাপে ফেলবে কেকেআর, আত্মবিশ্বাসী নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিত
Listen to this article



<p><strong>মুম্বই:</strong> ঘরের মাঠে প্রথম ম্যাচে পরাজিত হলেও, রাজস্থানকে হারিয়ে জয়ের সরণিতে ফিরেছে <a title="কলকাতা নাইট রাইডার্স" href="https://bengali.abplive.com/topic/kolkata-knight-riders" data-type="interlinkingkeywords">কলকাতা নাইট রাইডার্স</a>। এবার তাঁদের সামনে মুম্বই ইন্ডিয়ান্সের চ্যালেঞ্জ। চলতি <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে একমাত্র দল হিসাবে এখনও পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি মুম্বই। সেটা তাঁদের পক্ষে লাভদায়কই হবে বলে মনে করছেন <a title="কেকেআর" href="https://bengali.abplive.com/topic/kkr" data-type="interlinkingkeywords">কেকেআর</a>ের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।</p>
<p>পল্টনদের বিরুদ্ধে মাঠে নামার আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘সবার প্রথমে তো আমি আমার দলের পারফরম্যান্সের ওপর নজর রেখেছি। গত ম্যাচে আমরা দারুণ খেলেছি। দুর্ভাগ্যবশত মুম্বই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত এবারে সেই পর্যায়ে পারফর্ম করতে পারেনি, যা আমাদের পক্ষে সুখবর। আমদের সামনে তাই ওদেরকে আবারও চাপে ফেলার একটা বড় সুযোগ রয়েছে।'</p>
<p>তবে ম্যাচ যেহেতু পল্টনদের ঘরের মাঠে, তাই খানিকটা সতর্কও তিনি।&nbsp;’ম্যাচটা যেহেতু মুম্বইয়ের ঘরের মাঠে হবে, তাই আমাদের দ্রুত এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা সেই পরিকল্পনাতেই রয়েছি। আমি আশাবাদী আমরা সেটা করতে পারব।’ মত পণ্ডিতের।</p>



Source link