মুম্বই: তাঁর নিজের শহর মুম্বই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলেই জাতীয়, পরে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা পেয়েছেন। যদিও সোমবার অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) কাছে ঘরের মাঠই হয়ে গিয়েছিল প্রতিপক্ষের ডেরা। কারণ, রাহানে নেমেছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসাবে। আর প্রতিপক্ষ ছিল শহরের নিজস্ব দল – মুম্বই ইন্ডিয়ান্স (MI vs KKR)।
সম্মানের সেই ম্য়াচে নাস্তনাবুদ হতে হয়েছে রাহানে ও তাঁর দল কেকেআরকে। প্রথমে ব্যাট করে ১১৬ রানে অল আউট। তারপর ৪৩ বল বাকি থাকতে ৮ উইকেটে হারের লজ্জা। পয়েন্ট টেবিলে দশ নম্বরে নেমে গিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। ৩ ম্যাচের ২টিতেই হেরে গিয়েছে কেকেআর।
ম্যাচের পর রাহানে বলেছেন, ‘দলের সামগ্রিক ব্যাটিং ব্যর্থতা এটা। ব্যাটিংয়ের জন্য ভাল উইকেট ছিল। টসের সময়ই আমি বলেছিলাম ১৮০-১৯০ রান তোলা সম্ভব ছিল এই পিচে। উইকেটে খুব ভাল বাউন্স ছিল। মাঝে মধ্যে গতি ও বাউন্সকে কাজে লাগাতে হয়। এই ম্যাচ থেকে দ্রুত শিখতে হবে। বল করার সময়ও আমরা বিশেষ কিছু করতে পারিনি। ওরা চেষ্টা করেছিল। কিন্তু বোর্ডে যথেষ্ট রান ছিল না। আমরা লাগাতার উইকেট হারিয়ে গিয়েছি। পাওয়ার প্লে-তে ৪ উইকেট পড়ে গিয়েছিল। তারপর ঘুরে দাঁড়িয়ে স্কোরবোর্ডে বড় রান তোলা বেশ কঠিন। তার জন্য পার্টনারশিপ তৈরি করতে হয়। একজন ব্যাটারকে অন্তত শেষ পর্যন্ত থাকতে হতো।’
এদিনের ম্যাচে হল একাধিক রেকর্ডও। রইল ঝলক
টি-২০ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান
তালিকায় ঢুকে পড়লেন সূর্যকুমার যাদব। প্রথম পাঁচের মধ্যে একজন স্কাই। সোমবার যিনি ৯ বলে ২৭ রানের অপরাজিত ও বিধ্বংসী ইনিংস খেললেন। দেখা গেল তাঁর থ্রি সিক্সটি ডিগ্রি শটও।
বিরাট কোহলি – ১২৯৭৬ রান
রোহিত শর্মা – ১১৮৫১ রান
শিখর ধবন – ৯৭৯৭ রান
সুরেশ রায়না – ৮৬৫৪ রান
সূর্যকুমার যাদব ৮০০৭ রান
কেকেআরকে হারিয়ে একটি রেকর্ড গড়ল মুম্বই ইন্ডিয়ান্সও। আইপিএলের ইতিহাসে কোনও এক দলকে এতবার হারানোর নজির নেই অন্য কোনও দলের। কেকেআরকে মোট ২৪ ম্যাচে হারাল মুম্বই ইন্ডিয়ান্স।
আইপিএলে কোনও এক দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি জয়
মুম্বই ইন্ডিয়ান্স – ২৪, বনাম কেকেআর
চেন্নাই সুপার কিংস – ২১, বনাম আরসিবি
কেকেআর – ২১, বনাম পাঞ্জাব কিংস
মুম্বই ইন্ডিয়ান্স – ২০, বনাম সিএসকে
কেকেআর – ২০, বনাম আরসিবি
আরও দেখুন