NOW READING:
আকাশের তিনটি তারা কিনে ফেলল কলকাতা নাইট রাইডার্স! আইপিএলের আগে শাহরুখের দলের চমক
March 3, 2025

আকাশের তিনটি তারা কিনে ফেলল কলকাতা নাইট রাইডার্স! আইপিএলের আগে শাহরুখের দলের চমক

আকাশের তিনটি তারা কিনে ফেলল কলকাতা নাইট রাইডার্স! আইপিএলের আগে শাহরুখের দলের চমক
Listen to this article


কলকাতা: আইপিএলের (IPL 2025) আগে বিরাট চমক দিল শাহরুখ খান, জুহি চাওলার দল। দলের তিন আইপিএল ট্রফি জয়কে স্মরণীয় করে রাখতে আস্ত তিনটি তারা কিনে ফেলল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।

আইপিএলে দশ বছরের ট্রফি খরা কাটিয়ে গতবার চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। তার আগে ২০১২ ও ২০১৪ – তিন বছরের মধ্যে গৌতম গম্ভীরের নেতৃত্বে দুবার চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। তবে ২০১৪ সালের পর থেকে ট্রফি আসছিল না। গৌতম গম্ভীরকে গত মরশুমে মেন্টর হিসাবে দলে ফেরান শাহরুখ খান। তারপরই বাজিমাত। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর। ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে তৃতীয় ট্রফি জিতেছেন নাইটরা।

২০২৫ সালের আইপিএল শুরু হওয়ার আগে দলের অতীত সাফল্যকে স্মরণীয় করে রাখতে এবার বড় চমক দিল কেকেআর। মহাকাশে আস্ত তিনটি তারা কিনেছে কেকেআর। সেই তিন তারার নামকরণও করা হয়েছে। কী নাম রাখা হয়েছে তিন তারার?

করব, লড়ব ও জিতব – এই তিন নামেই পরিচিত হতে চলেছে তিন তারা। ফুটবল হোক কিংবা ক্রিকেট – সাধারণত কোনও দল যতবার বিশ্বকাপ জিতেছে, তার সংখ্যা অনুযায়ী জার্সিতে সম সংখ্যক তারার নকশা রাখা হয়। আইপিএলেও সেই প্রচলন রয়েছে। কেকেআরও আসন্ন আইপিএলে যে জার্সি পরে মাঠে নামবে, তার বুকে জ্বলজ্বল করবে তিন তারা।

 

পাশাপাশি তিন ট্রফির জন্য তিনটি আসল তারাও কিনে ফেলেছে কেকেআর। দ্য নাইট স্কাই বলে একটি প্রচার শুরু করেছে শাহরুখ-জুহির দল। কেকেআরের দলের স্লোগানই হল, করব, লড়ব, জিতব। সেই নামে তিন তারার নামকরণ করা হয়েছে। ২০১২, ২০১৪ ও ২০২৪ সালের আইপিএল জয়কে স্মরণীয় করে রাখতে। একটি নির্দিষ্ট কিউআর কোড স্ক্যান করলে সেই তারা দেখাও যাবে রাতের আকাশে। মিথুন তারামণ্ডলে রয়েছে এই তিন তারা।

 

গোটা উদ্যোগে ক্রিকেটপ্রেমীরা হতবাক। এভাবেও যে জয় উদযাপন করা যায়, তা অনেকে ভাবতেও পারেননি। সেই কাজই করে দেখাল শাহরুখের দল।

আরও পড়ুন: আইপিএল বয়কটের ডাক! গোটা বিশ্বকে ভারতের বিরুদ্ধে একজোট হতে বলছেন পাকিস্তানের কিংবদন্তি

 

 

আরও দেখুন





Source link