গুয়াহাটি: গত বারের চ্যাম্পিয়ন, টুর্নামেন্টের প্রথম ম্যাচ, তাও আবার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে। প্রতিপক্ষে আবার বিরাট কোহলি। শনিবাসরীয় ইডেনে স্বাভাবিকভাবেই তাই কেকেআর বনাম আরসিবি ম্যাচের দিকে সকলের নজর ছিল। তবে শুরুটা ভাল করেও তাসের ঘরের মতো ভেঙে পড়ে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ব্যাটিং। দলের মিডল অর্ডারের ব্যর্থতাই পরাজয়ের অন্যতম প্রধান কারণ হয়ে উঠে। রিঙ্কু (Rinku Singh) ও রাসেল (Andre Russell), দলের মিডল অর্ডারের দুই স্তম্ভই ম্যাচে প্রভাব ফেলতে ব্যর্থ হন।
রাসেল, রিঙ্কুর ব্যর্থতার পর কেকেআর একসময় যেখানে দু’শোর অধিক রানের পথে অগ্রসর হচ্ছিল, সেখানে ১৭৪ রানেই থেমে যায়। তবে দুই তারকা মিডল অর্ডার ব্যাটারের ফর্ম নিয়ে একেবারেই চিন্তিত হতে নারাজ কেকেআর বোলিং কোচ ভরত অরুণ (Bharat Arun)। বরং তাঁর মতে দুই তারকাই বেশ ভাল ফর্মেই রয়েছেন। রাজস্থান রয়্যালস ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে ভরত বলেন, ‘রিঙ্কু নেটে বেশ ভাল ব্যাট করছে। অনুশীলন ম্যাচগুলিতে বেশ ভালই খেলেছে। তো সত্যি বলতে আমরা ওর ফর্ম নিয়ে খুব একটা চিন্তিত নই।’
আর রাসেলের বিষয়ে তাঁর মত, ‘যে কোনও খেলোয়াড়ের জীবনে সাফল্যর থেকে ব্যর্থতার সংখ্যা অনেক বেশি হয়। তবে রাসেল একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। ও জানে যে গত ম্যাচে ও আশানুরূপ পারফর্ম করতে পারেনি। তাই নিঃসন্দেহেই পরবর্তী ম্যাচগুলিতে নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে থাকবে ও। আমরাও সেই আশাতেই আছি।’
প্রথম ম্যাচে নাইটরা হারলেও সেই নিয়ে অরুণকে একেবারেই চিন্তিত বলে মনে হল না। বরং ভুল ত্রুটি শুধরে তাঁর মুখ থেকে আরও ভাল পারফরম্যান্সের কথাই শোনা গেল। ‘আমরা সত্যি বলতে প্রথম ম্যাচ নিয়ে খুব একটা চিন্তিত নই। প্রথম ম্যাচ জিততে তো সবারই ভাল লাগে। মোমেন্টাম তৈরি হয়। তবে প্রথম ম্যাচ হারলেও আমরা ওই ম্যাচ থেকে শিক্ষা নিয়েছি, অনেক কিছু জানতে, বুঝতে পেরেছি। হ্যাঁ, নিঃসন্দেহেই আমরা শেষের দিকে উইকেটগুলো না হারালে আরও রান করতে পারতাম। কিন্তু ওই ম্যাচ নিয়ে আমরা আর ভাবছি না। সামনে যে ম্যাচগুলো আসছে, আশা করি তাতে আরও ভাল পারফর্ম করতে পারব।’ মত নাইট বোলিং কোচের।
রাজস্থানের বিরুদ্ধে ম্যাচের আগে অরুণ গুরুত্বপূর্ণ সময়ে, চাপের মুখে ভাল পারফর্ম করা নিয়ে কথা বলেন। কেকেআর সেটা করে ম্যাচ জিততে সক্ষম হয় কি না, এখন সেটাই দেখার।
আরও দেখুন