NOW READING:
করুণ নায়ারের সঙ্গে মাঠেই তোলপাড় বুমরা-রোহিতের, কী নিয়ে ঝামেলা বাঁধল তিন তারকার?
April 14, 2025

করুণ নায়ারের সঙ্গে মাঠেই তোলপাড় বুমরা-রোহিতের, কী নিয়ে ঝামেলা বাঁধল তিন তারকার?

করুণ নায়ারের সঙ্গে মাঠেই তোলপাড় বুমরা-রোহিতের, কী নিয়ে ঝামেলা বাঁধল তিন তারকার?
Listen to this article


নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাওস্কর ট্রফি চলাকালীন পিঠে চোট পেয়েছিলেন। প্রায় তিন মাস মাঠের বাইরে ছিলেন। আইপিএলের শুরুর দিকেও খেলেননি। সদ্য ২ ম্যাচ খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে। আর তাতেই মাঠে ঝামেলায় জড়ালেন বুম বুম বুমরা!

রবিবার রাজধানী নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ১২ রানে হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে যতক্ষণ পর্যন্ত করুণ নায়ার ক্রিজে ছিলেন, দিল্লি জিতছে বলে মনে হচ্ছিল, কিন্তু তাঁর আউট হওয়ার পর পরিস্থিতি পাল্টে যায়।

ম্যাচে করুণ নায়ার এবং যশপ্রীত বুমরার মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে কিছু ভিডিও। সমর্থকেরা দোষ দিচ্ছেন বুমরাকে। সোশ্যাল মিডিয়ায় মুম্বই ইন্ডিয়ান্সকে ট্রোল করা চলছে।

কী হয়েছিল? করুণ নায়ার ৪০ বলে ৫ ছক্কা এবং ১২ চারের সাহায্যে ঝড়ের মতো ৮৯ রান করেছিলেন, তিনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলছিলেন রবিবারের ম্যাচ। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বোলারদের একজন যশপ্রীত বুমরার বলেও ক্লাসিক শট খেলছিলেন। করুণ নায়ারের সঙ্গে মাঠেই বুমরা ও রোহিতের সঙ্গে বাকবিতণ্ডা হয়। রোহিতের প্রতিক্রিয়া মজার ছিল কিন্তু যশপ্রীত বুমরা বেশ রেগে ছিলেন। হার্দিক পাণ্ড্যকেও ঝগড়া থামাতে আসরে নামতে হয়।

সোশ্যাল মিডিয়ায় ট্রোল হলেন যশপ্রীত বুমরা

সমর্থকদের মতে, দোষ বুমরার। কারণ, তিনিই রেগে করুণ নায়ারের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তিনিই বিষয়টিকে আরও বাড়িয়েছিলেন। ভক্তরা বলছেন করুণের কাছে মার খাওয়ার পর বুমরার আত্মসম্মানে আঘাত লাগে। তার জেরেই তিনি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ।

সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করেছেন করুণ। মনে করা হচ্ছে, ইংল্যান্ডে আসন্ন টেস্ট সিরিজের জন্য দলে নির্বাচিত হতে পারেন তিনি। করুণ নায়ারকে আইপিএলের নিলাম থেকে দিল্লি ক্যাপিটালস ৫০ লক্ষ টাকায় কিনে নেয়।

কী নিয়ে বিতর্ক

রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেন করুণ। তিনি যখন ৪৮ রানে ব্যাট করছিলেন, তখন বুমরার ওভারের শেষ বলে করুণ নায়ার ২ রান নেন এবং হাফসেঞ্চুরি পূর্ণ করেন। যখন তিনি দ্বিতীয় রান নেওয়ার জন্য দৌড়চ্ছিলেন, তখন নন স্ট্রাইকার প্রান্তে বুমরার সঙ্গে ধাক্কা খান করুণ। জলপানের বিরতির সময় তাঁকে করুণ নায়ারকে কিছু বলতে শোনা যায়।

করুণকেও জবাবে কিছু বলতে দেখা যায়। রোহিতকেও পাশে কিছু বলতে দেখা যায়। বুমরার সেই ওভারে করুণ ১৮ রান নেন। যার মধ্যে ২টি ছক্কা, ১টি চার।

আরও দেখুন





Source link