মুম্বই: বেশ কয়েকদিন হল শুরু হয়ে গিয়েছে আইপিএলের মহারণ (IPL 2025)। মুম্বই ইন্ডিয়ান্স একটি ম্যাচও খেলে ফেলেছে। আজ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে পল্টনরা। তবে এখনও পর্যন্ত দলের তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) দেখা নেই। মুম্বইয়ের জার্সিতে কবে দেখা যাবে বুমরাকে? আপডেট দিলেন দলের কোচ মাহেলা জয়বর্ধনে (Mahela Jayawardene)।
সেই অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্ট চোট পেয়েছিলেন বুমরা। পিঠের চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকলেও, পরে সরে দাঁড়াতে হয় তাঁকে। আইপিএলেও এখনও পর্যন্ত মাঠেই নামতে পারেননি তিনি। তারকা ফাস্ট বোলার কবে ফিরতে পারেন? তাঁর চোট কতটা সেরেছে? এই আপডেট দিতে গিয়ে জয়বর্ধনে জানান চোট সারানোর পথে বুমরা বেশ ভালভাবেই এগোচ্ছেন, তবে তাঁর মাঠে ফেরার দিনক্ষণ এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। গুজরাত ম্যাচের আগে মুম্বই কোচ বলেন, ‘আজকের ম্যাচের জন্য বুমরা বাদে সবাই উপলব্ধ রয়েছেন। আমি তো গতবারও বললাম, ও নিয়মিত নিজের প্রোগামগুলি মেনে চলছে।’
আরও দেখুন