হায়দরাবাদ: নিজের নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে শুরুটা স্বপ্নের মতোই করেছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। রবিবাসরীয় বিকেলে উপ্পলে ব্যাট হাতে ঝড় তোলেন বাঁ-হাতি কিপার-ব্য়াটার। তবে ম্যাচ শেষ হতে হতে তাঁকে ঘিরেই তৈরি হল উদ্বেগ।
ঘটনাটি ঘটে সানরাইজার্সের বিরুদ্ধে রাজস্থানের (SRH vs RR) ব্যাটিং ইনিংসের ১৮তম ওভারে। ওভারের শেষ বলে বাউন্ডারি আটকাতে যান ঈশান। অ্যাডাম জাম্পার শর্ট বলে ডিপ স্কোয়ার লিগের দিকে শট মারেন শুভম দুবে। বলটিকে বাউন্ডারি পার করা থেকে রুখতে ছোটেন ঈশান। তবে তাঁর হাঁটু স্লাইড করার সময়ই মাঠের সঙ্গে জোরে ধাক্কা খায়। তারপরে উঠতেই পারছিলেন না ঈশান। মাঠের বাইরে দীর্ঘক্ষণ কার্যত পড়েছিলেন তিনি। তাঁর চোট পরীক্ষা করে দেখেন সানরাইজার্স ফিজিও। এই ঘটনাটিই সানরাইজার্স অনুরাগীদের মনে উদ্বেগের সঞ্চার করে।
দীর্ঘ চিকিৎসার পর কোনওরকমে উঠে দাঁড়ান ঈশান। তাঁর পায়ে সুরক্ষার জন্য প্রোটেক্টিভ গিয়ারও লাগানো হয়। সানরাইজার্স ম্যাচ জয় সুনিশ্চিত করার পরে সৌজন্য বিনিময়ের জন্য মাঠে ফেরেন তিনি। তবে ঈশান যে একেবারে ঠিকঠাকভাবে হাঁটতে পারছিলেন না, তা তাঁকে দেখে স্পষ্টই বোঝা যায়। বিশেষত এমন এক ইনিংসের পর ঈশানের চোট যদি গুরুতর হয়, তাহলে নিঃসন্দেহেই তা সানরাইজার্সের জন্য বড় ধাক্কা হতে চলেছে।
Ishan Kishan Injured himself while Fielding , May be out for Rest of the season of IPL🥲 #IshanKishan pic.twitter.com/MZoECnVcuF
— CricFreak69 (@Twi_Swastideep) March 23, 2025
এদিন অবশ্য ব্যাট হাতে প্রথম ইনিংসে প্রতিপক্ষ বোলারদের ব্য়থা বাড়ান ঈশান। শুরুর দিকে অভিষেক শর্মা ২৪ রানে ফেরার পর ঈশান ব্যাটে নামেন। তিনি ব্যাটে নামার পর যাতে রানের গতি না কমে, সেই দায়িত্ব ছিল ঈশানের কাঁধে। তিনি যে সেই দায়িত্ব একেবারে দুরন্তভাবে পালন করেন, তা বলাই বাহুল্য।
হেডের সঙ্গে মিলে ৩৮ বলে ৮৫ রান যোগ করেন ঈশান। হেডকে তুষার দেশপাণ্ডে ৬৭ রানে ফেরালেও ঈশান কিষাণ কিন্তু থামেননি। তিনি বিধ্বংসী ব্যাটিং চালিয়ে যান। ২৫ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি। তাঁর ব্যাটিংয়ে ছিল আগাগোড়া শাসন। স্পিন হোক বা ফাস্ট বোলিং, ঈশান সকলের বিরুদ্ধেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করেন। ২৬ বছর বয়সি তারকা শতরানের কাছাকাছি পৌঁছলেও কিন্তু তিনি এদিন থামেননি। পরিস্থিতি অনুযায়ী যা প্রয়োজনীয় ছিল, তেমনই আগ্রাসী মেজাজে ব্যাটিং করে যান তিনি।
দশটি চার ও ছয়টি ছক্কা হাঁকিয়ে ৪৫ বলে আসে তাঁর প্রথম আইপিএল সেঞ্চুরি। ঈশান শেষমেশ ১০৬ রানে অপরাজিত থাকেন। এদিন ঈশান বিশ ওভারের ফর্ম্যাটে পাঁচ হাজার রানও পূরণ করে ফেলেন। ১০৫টি ম্যাচ খেলে তিনি পাঁচ হাজার রান পূরণ করলেন।
আরও দেখুন