নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন। তাঁর আইপিএল ভবিষ্যৎ নিয়েও জল্পনা ছিল। যদিও সব জল্পনা উড়িয়ে ফের মাঠে নেমে পড়েছেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। চেন্নাই সুপার কিংসের জার্সিতে। নিলামের আগে আনক্যাপড প্লেয়ারের কোটায় ধোনিকে রিটেন করেছিল সিএসকে। তেতাল্লিশেও তাঁকে নিয়ে উন্মাদনা তুঙ্গে।
সিএসকে-র অধিনায়ক আর নন ধোনি। তাঁর ইচ্ছেতেই নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছিল রুতুরাজ গায়কোয়াড়ের হাতে। তবে উইকেটকিপিং ছাড়েননি ধোনি। তিনিই উইকেটকিপিং করছেন। সূর্যকুমার যাদবকে যেভাবে স্টাম্প করেছেন, গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে। অনেকে বিশ্বাসই করতে পারছেন না যে, ৪৩ বছরের ক্রিকেটার এরকম রিফ্লেক্স দেখাতে পারেন!
ধোনি নিজেও জানিয়ে দিচ্ছেন, উইকেটকিপিং না করলে নিজেকে অপ্রয়োজনীয় মনে হয়। তাঁর পর্যবেক্ষণ, উইকেটের পিছন থেকেই তিনি ম্যাচের গতিপ্রকৃতি সবচেয়ে ভাল বোঝেন।
আইপিএলের জন্মলগ্ন থেকে চেন্নাইয়ের সঙ্গে রয়েছেন ধোনি। মাঝে শুধু যে ২ বছর সিএসকে নির্বাসিত ছিল, সেই ২ বছর অন্য দলে খেলেন ধোনি। সম্প্রতি স্টার স্পোর্টসে একটি অনুষ্ঠানে ধোনি বলেছেন, ‘আমি যদি উইকেটকিপিং না করতাম, তাহলে মাঠে আমি অকেজো। কারণ ওখান থেকেই আমি খেলা সবচেয়ে ভাল বুঝতে পারি। এটা বড় পরীক্ষা। আর সেই কারণেই ব্যাপারটা আকর্ষণীয়। গত কয়েক বছর ধরে, হতে পারে সেটা ২ কিংবা ৫ বছর, আমার ফ্র্যাঞ্চাইজি বলেই দিয়েছে, যতদিন খেলতে চাইবে এই দলেই খেলো। এমনকী, আমি চেয়ারে বসে থাকলেও ওরা বলে, কিচ্ছু ভাবতে হবে না, তুমি খেলে যাও। আমি ক্রিকেট উপভোগ করতে চাই। তাই এক এক বছর ধরে এগোচ্ছি।’
গত মরশুমে সিএসকে-র নেতৃত্ব ছেড়েছিলেন ধোনি। তাঁর পরিবর্তে দায়িত্ব দেওয়া হয় রুতুরাজ গায়কোয়াড়কে (Ruturaj Gaikwad)। এবারের আইপিএলের শুরুটা দারুণভাবে করেছে চেন্নাই। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচেই জিতেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
রুতুরাজকে নিয়ে ধোনি জিওহটস্টারে বলেছেন, ‘গত মরশুমের পরই আমি ওকে বলে রেখেছিলাম, ৯০ শতাংশ নিশ্চিত তুমিই নেতৃত্ব দেবে। সেভাবে মানসিক প্রস্তুতি নাও। ওকে এ-ও বলেছিলাম, আমি তোমাকে কোনও পরামর্শ দিলে তার মানে এই নয় যে, তোমাকে সেটা মানতেই হবে। আমি যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করব। অনেকে মনে করেন আমিই সব সিদ্ধান্ত নিচ্ছি। তবে ঘটনা হল ৯৯ শতাংশ সিদ্ধান্ত ও নিচ্ছে। যা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বোলিং পরিবর্তন, ফিল্ডিং সাজানো – সব ও করছে। আমি শুধু ওকে সাহায্য করছি। ও দারুণ কাজ করছে।’
আরও দেখুন