NOW READING:
এ মরশুমের আইপিএলে আর খেলবেন না বাটলার! পড়শি দেশ থেকেই বিকল্প বেছে নিচ্ছে গুজরাত টাইটান্স?
May 15, 2025

এ মরশুমের আইপিএলে আর খেলবেন না বাটলার! পড়শি দেশ থেকেই বিকল্প বেছে নিচ্ছে গুজরাত টাইটান্স?

এ মরশুমের আইপিএলে আর খেলবেন না বাটলার! পড়শি দেশ থেকেই বিকল্প বেছে নিচ্ছে গুজরাত টাইটান্স?
Listen to this article


নয়াদিল্লি: আর দিন দু’য়েক পরেই পুনরায় শুরু হয়ে যাবে আইপিএলের অষ্টাদশ (IPL 2025) সংস্করণ। ভারত-পাকিস্তান সংঘাতের আবহে সপ্তাহখানেক স্থগিত থাকার পর শনিবারই আরসিবি বনাম কেকেআর ম্যাচ দিয়ে আইপিএল আবার শুরু হচ্ছে। তবে পরিবর্তিত সূচির জেরে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি বেশ বিপাকেই পড়েছে। আন্তর্জাতিক ম্যাচের সঙ্গে সরাসরি সংঘাত ও দিনকয়েকের আগের আতঙ্ক, দুইয়ের সম্বন্বয়ে অনেক বিদেশি তারকাই আর বাকি টুর্নামেন্টে খেলতে চাইছেন না। সেই তালিকায় সামিল গুজরাত টাইটান্সের (Gujarat Titans) মহাতারকাও।

আপাতত লিগ তালিকায় এক নম্বরে রয়েছে গুজরাত। প্লে-অফ নিশ্চিত করার থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছে গুজরাত। দলের এই ধারাবাহিক পারফরম্যান্সের জন্য সবথেকে বড় কৃতিত্ব সম্ভবত দলের টপ অর্ডারের। পরের পর দুরন্ত পারফর্ম করে বারংবার গুজরাত টাইটান্সের টপ অর্ডার দলের জয়ের ভিত গড়ে দিয়েছেন। গুজরাতের তিন টপ অর্ডার ব্যাটারই টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় প্রথম পাঁচে রয়েছেন। এদের মধ্যে অন্যতম হলেন জস বাটলার (Jos Buttler)। ১১ ম্যাচে ৭১-র অধিক গড়ে ৫০০ রান করেছেন বাটলার, তাও আবার ১৬৩-র অধিক গড়ে। তবে গুজরাতকে সম্ভবত এই ইংরেজ তারকাকে ছাড়াই বাকি আইপিএল খেলতে হবে।

আইপিএলের পরিবর্তিত সূচির সঙ্গে ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ের সরাসরি সংঘর্ষ হচ্ছে। বাটলার ইংরেজেদের ওয়ান ডে এবং টি-টোয়েন্টি, উভয় দলেই সুযোগ পেয়েছেন। ফলে তাঁর এমনিও গোটা টুর্নামেন্টে খেলা নিয়ে প্রশ্নচিহ্ন ছিলই। রিপোর্ট অনুযায়ী বাটলার আর কোনও ম্যাচই খেলবেন না।ইতিমধ্যেই গুজরাতকে তিনি নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বলে খবর। তাঁর পরিবর্ত ক্রিকেটার নাকি ইতিমধ্যেই বাছাইও করে ফেলেছ গুজরাত। সেই ক্রিকেটার কে?     

বাটলারের বদলি হিসাবে খুব দূর নয়, পড়শি দেশ থেকেই এক কিপার-ব্যাটারকে নাকি দলে নিতে চলেছে গুজরাত টাইটান্স। তিনি আর কেউ নন, শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার কুশল মেন্ডিস। এখনও অবধি গুজরাতের তরফে সরকারিভাবে কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি বটে, তবে দ্রুতই তা জানিয়ে দেওয়া হবে বলেই ধরে নেওয়া যায়।

তবে এসবের মধ্যে গুজরাত শিবিরের জন্য একটি সুখবরও আছে বটে। আইপিএলের প্লে-অফে কাগিসো রাবাডার খেলা নিয়েও সংশয় দেখা গিয়েছিল। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার তরফে দাবি করা হয়েছিল পূর্ব নির্ধারিত দিন অনুযায়ীই প্রোটিয়া তারকারা ২৬ মে দেশে ফিরবেন, অর্থাৎ পরিবর্তিত সূচি অনুযায়ী প্লে-অফে তাঁদের খেলা হত না। তবে নিজেদের সিদ্ধান্ত থেকে প্রোটিয়া ক্রিকেট বোর্ড সরে আসছে বলে শোনা যাচ্ছে। ফলে বাকি টুর্নামেন্টের গোটাটার জন্যই কাগিসো রাবাডাকে পেতে গুজরাতের কোনও সমস্যা হবে না বলে ধরে নেওয়াই যায়।  

আরও দেখুন



Source link