নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার তারকা বোলার তিনি, বর্তমান বিশ্বের সেরাদের মধ্যে তাঁকে গণ্য করা হয়। আইপিএলে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) সদস্য কাগিসো রাবাডা (Kagiso Rabada)। তবে হঠাৎই তিনি আইপিএলের (IPL 2025) মাঝেই দেশে ফিরে গিয়েছিলেন। কবে তিনি আবার ফিরবেন, সেই নিয়েও ধোঁয়াশা ছিল। তবে এবার নিজেই নিজের অন্তর্ধান রহস্য ফাঁস করলেন রাবাডা।
সাময়িকভাবে জানানো হয়েছিল যে রাবাডা ব্যক্তিগত কারণে দেশে ফিরেছেন। তবে শনিবার, ৩ এপ্রিল রাবাডা নিজেই জানান তিনি এক নিষিদ্ধ ড্রাগ ব্যবহারের কারণেই তাঁকে নির্বাসিত করা হয়েছিল। রাবাডার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আইপিএল থেকে ব্যক্তিগত কারণে আমি দক্ষিণ আফ্রিকায় ফিরেছিলাম বলে জানানো হয়েছিল। তবে আদপে একটা নিষিদ্ধ ড্রাগ ব্যবহারের ফলে আমি নির্বাসনের রয়েছি। আমার প্রিয় খেলায় ফিরতে আবার মুখিয়ে রয়েছি।’
নিজের এই ঘটনার জন্য রাবাডা লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী বলে জানান। গুজরাত ম্যানেজমেন্টকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে রাবাডা এও জানান যে এই ভুল তিনি আর কোনওদিন করবেন না এবং আবার আগের মতোই প্রতিটা মুহূর্তেই কঠোর পরিশ্রম করবেন, যা তিনি এতদিন করে এসেছেন।
আরও দেখুন