NOW READING:
সুদর্শনের রোশনাইয়ের রাতে ফের ব্যর্থ যশস্বী, ৫৮ রানে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে গুজরাত
April 9, 2025

সুদর্শনের রোশনাইয়ের রাতে ফের ব্যর্থ যশস্বী, ৫৮ রানে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে গুজরাত

সুদর্শনের রোশনাইয়ের রাতে ফের ব্যর্থ যশস্বী, ৫৮ রানে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে গুজরাত
Listen to this article


আমদাবাদ: মুম্বই রাজ্য ক্রিকেট দল ছেড়ে দেওয়ার জন্য নো অবজেকশন সার্টিফিকেট চেয়েছেন। তাঁকে নাকি গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা যাবে। তবে যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal) নিয়ে বিতর্ক তীব্র হয় তাঁর মুম্বই ছাড়ার সম্ভাব্য কারণ প্রকাশ্যে আসার পর। জানা যায়, অধিনায়ক অজিঙ্ক রাহানের সঙ্গে বিবাদের কারণেই নাকি তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এমনকী, মুম্বইয়ের অধিনায়ক রাহানে ও কোচ ওমকার সালভি তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলায় তিনি নাকি রাহানের কিটব্যাগে লাথিও মেরেছিলেন। 

বিতর্কবিদ্ধ যশস্বীর কাছে কঠিন সময়ে সঞ্জীবনী হতে পারত আইপিএলে (IPL 2025) ব্যাটে রান। কিন্তু চলতি আইপিএলে ব্যাট হাতে একেবারেই ধারাবাহিকতা দেখাতে পারছেন না তরুণ ক্রিকেটার। আগের ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেছিলেন ঠিক কথা। কিন্তু সেই ইনিংস দেখে অনেকেরই ঠিক যশস্বী সুলভ মনে হয়নি। টুর্নামেন্টে তার আগের তিন ইনিংসে যশস্বীর রান ১, ৪ ও ২৯। ব্যর্থতার সেই ছবি বজায় থাকল বুধবারও।

 

সামনে ২১৮ রানের মতো বড় লক্ষ্য। সেই লক্ষ্য তাড়া করতে নেমে যশস্বী বড় রান পেলে ম্যাচের রং পাল্টে যেতে পারত। কিন্তু পারলেন না যশস্বী। আর্শাদ খানের বলে মাত্র ৬ রান করে রশিদ খানের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন। সঞ্জু স্যামসন (২৮ বলে ৪১ রান), শিমরন হেটমায়ার (৩২ বলে ৫২ রান) ও কিছুটা রিয়ান পরাগ (১৪ বলে ২৬ রান) চেষ্টা করেছিলেন। কিন্তু ম্যাচে কখনওই মনে হয়নি যে, গুজরাত টাইটান্সের স্কোর পেরিয়ে যেতে পারে রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনরা পুরো ২০ ওভার ব্যাটিংও করতে পারেননি। ১৯.২ ওভারে ১৫৯ রানে শেষ হয়ে গেল রাজস্থানের ইনিংস। ৫৮ রানে ম্যাচ জিতে নিলেন শুভমন গিলরা। তিন উইকেট প্রসিদ্ধ কৃষ্ণর। ২টি করে উইকেট নিলেন রশিদ খান ও সাই কিশোর। একটি করে উইকেট মহম্মদ সিরাজ, আর্শাদ খান ও কুলবন্ত খেজরোলিয়ার।

ব্যাট হাতে প্রথমার্ধে রোশনাই দেখালেন সাই সুদর্শন। ৫৩ বলে ৮২ রান। গুজরাতের স্কোরকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে চলে যান তিনিই। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাত।

আরও দেখুন





Source link